বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১১
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুক থেকে পদত্যাগ করছেন র্যান্ডি জাকারবার্গ
ফেসবুক থেকে পদত্যাগ করছেন র্যান্ডি জাকারবার্গ
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের বিপণন প্রধান ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বোন র্যান্ডি জাকারবার্গ ফেসবুক থেকে পদত্যাগ করেছেন।
নিজের সামাজিক ব্যবসা শুরু করার জন্যই ফেসবুক থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন র্যান্ডি। খবর ডেইলি মেইল অনলাইন।
জানা গেছে, দীর্ঘ ছয় বছর ফেসবুকের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন র্যান্ডি। এখন নিজেই ফেসবুকের চেয়ে আরও ভালো সামাজিক একটি যোগাযোগের মাধ্যম তৈরি করতেই তাঁর এই পদত্যাগ। তিনি রটজ মিডিয়া নামে নতুন একটি সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবেন বলে জানা গেছে।
র্যান্ডি জাকারবার্গ তাঁর পদত্যাগপত্রে বলেছেন, ‘ফেসবুকের বাইরে এসে কাজ করার জন্য এটাই আমার উপযুক্ত সময়। এ ক্ষেত্রে আরও বেশি সামাজিক, আরও বেশি আধুনিক কাজ করা যাবে।’
ফেসবুক কর্তৃপক্ষ র্যান্ডির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নতুন প্রতিষ্ঠান গড়তেই র্যান্ডি ফেসবুক থেকে পদত্যাগ করেছেন।
তবে এ ব্যাপারে র্যান্ডির ভাই মার্ক জাকারবার্গ কোনো মন্তব্য করেননি।
প্রসঙ্গত, গত তিন মাস মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে এসেই র্যান্ডি পদত্যাগপত্র জমা দিলেন।