বুধবার ● ১৭ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দুবাইয়ের জাইটেক্স টেকনোলজি উইক ২০১২তে বেসিস
দুবাইয়ের জাইটেক্স টেকনোলজি উইক ২০১২তে বেসিস
মধ্যপ্রাচ্যের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি মেলা গালফ ইনফরমেশন টেকনোলজি এক্সপো, সংক্ষেপে ‘জাইটেক্স টেকনোলজি উইক ২০১২’তে অংশ নিয়েছে বেসিস। গত ১৪ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড অ্যান্ড কনভেনশন সেন্টারে শুরু হয়েছে মেলা।
বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর ও ‘বেসিস স্ট্যান্ডিং কমিটি অন ইন্টারন্যাশনাল মার্কেট ডেভেলপমেন্ট’-এর চেয়ারম্যান ফারহানা এ রহমান বেসিস টিমের নেতৃত্ব দিচ্ছেন। কাল মেলা শেষ হবে।
রফতানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় মেলায় বাংলাদেশ থেকে অংশ নেয়া সফটওয়্যার ও আইটি কোম্পানিগুলো হচ্ছে বিজনেস অটোমেশন লিমিটেড, সিএসিটিএস লিমিটেড, এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড, হোস্টিং হেল্প ২৪, সিসনোভা ইনফরমেশন সিস্টেমস লিমিটেড, স্ট্রাকচারড ডেটা সিস্টেমস লিমিটেড, দ্য ডেটাবিজ সফটওয়্যার লিমিটেড, রিভ সিস্টেমস, সিংক্রোনাস আইসিটি ও জেনুইটি সিস্টেমস।
কয়েক বছর যাবৎ বেসিস নিয়মিতভাবে রফতানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় জাইটেক্সে অংশ নিচ্ছে।