মঙ্গলবার ● ১৬ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বেনকিউ ব্রান্ডের নতুন প্রজেক্টর বাজারে
বেনকিউ ব্রান্ডের নতুন প্রজেক্টর বাজারে
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে নিয়ে এসেছে বেনকিউ এমএস৫০২ মডেলের নতুন মাল্টিমিডিয়া প্রজেক্টর। ২৭০০ এনসি ল্যুমেন্স সমৃদ্ধ এই প্রজেক্টরে রয়েছে ১৩০০০:১ কনট্রাস্ট রেশিও, বিল্ট ইন স্পিকার, থ্রিডি রেডি, টিচিং টেমপ্লেট, ডিরেক্ট অন অফ, ফিল্টার ফ্রি ডিজাইন, এবং কুইক কুলিং সুবিধা। ১ বছরের বিক্রয়োত্তর সেবা সহ প্রজেক্টরটির দাম ৩৯,০০০ টাকা। বিস্তারিত: ০১৭৩০৩১৭৭৮৭।