মঙ্গলবার ● ১৬ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » তথ্যপ্রযুক্তি শিক্ষা ও শিল্পের সমন্বয় জরুরি
তথ্যপ্রযুক্তি শিক্ষা ও শিল্পের সমন্বয় জরুরি
দেশের তথ্যপ্রযুক্তি শিক্ষাব্যবস্থার কিছু কিছু ক্ষেত্রে বর্তমান আধুনিক তথ্যপ্রযুক্তির অনুপস্থিতি রয়েছে। এতে তথ্যপ্রযুক্তিশিল্প খাত দক্ষ লোক পাচ্ছে না। কিন্তু তথ্যপ্রযুক্তি শিক্ষাব্যবস্থার সঙ্গে এ শিল্পের উদ্যোক্তারা এক হয়ে সময়োপযোগী পাঠক্রম প্রণয়ন করলে প্রতিযোগিতায় দেশ আরও এগিয়ে যাবে। গতকাল সোমবার রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) ঢাকা আয়োজিত এক উৎসবে বক্তারা এসব কথা বলেন।
উৎসবে উপস্থিত ছিলেন ইআইইউর উপাচার্য রেজোয়ান খান, সহ-উপাচার্য চৌধুরী মফিজুর রহমান, কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান হাসান সারোয়ার, প্রিয়টেক ডটকমের সম্পাদক জাকারিয়া স্বপন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, মুক্তসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা তামিম শাহরিয়ারসহ অনেকে।
বক্তারা আরও বলেন, আমাদের তথ্যপ্রযুক্তিশিল্প ও শিক্ষাব্যবস্থায় যে দূরত্ব রয়েছে, তা দূর করতে এ ধরনের সংগঠন ভূমিকা রাখতে পারে।
উৎসবে ১১টি কম্পিউটার ক্লাবের প্রতিনিধি, শিক্ষক ও বিভিন্ন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। উৎসবে গুগলের প্রযুক্তি ও পণ্য সম্বন্ধে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
গুগলের বিভিন্ন প্রোগ্রাম নির্মাতাদের সংগঠন জিডিজির সমন্বয়ক নাজমুজ সালেহীন জানান, ২০১১ সালের জুন মাসে প্রতিষ্ঠার পর স্বেচ্ছাসেবী এ সংগঠনটি বিভিন্ন কর্মশালাসহ বেশ কিছু কাজ করেছে। তথ্যপ্রযুক্তি কম্পিউটার বিজ্ঞান পড়ানো হয়-ভবিষ্যতে এমন বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে।