সোমবার ● ১৫ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » যুক্তরাষ্ট্রে ভিডিও গেমস বিক্রি ২৪% কমেছে
যুক্তরাষ্ট্রে ভিডিও গেমস বিক্রি ২৪% কমেছে
ভিডিও গেমসের হার্ডওয়্যার, সফটওয়্যার এবং আনুষঙ্গিক যন্ত্রাংশ বিক্রি গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ২৪শতাংশ কমেছে বলে জানিয়েছে বাজার গবেষণা সংস্থা এনপিডি। আগামী মাসে নিনতেন্ডোর নতুন গেমিং কনসোল বাজারে আসবে। এ কারণে বিক্রি কম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর ইয়াহু নিউজের।
এনপিডির হিসাব অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরে দেশটিতে ভিডিও গেমস থেকে আয় হয়েছিল ১১১ কোটি ডলার। এ বছর একই সময়ে আয় হয়েছে ৮৪ কোটি ৮০ লাখ ডলার। এ ছাড়া পিসি বাদে অন্যান্য ভিডিও গেমস ডিভাইস ও ভিডিও গেমস বিক্রি গত বছরের তুলনায় ১৮ শতাংশ কমে ৪৯ কোটি ৭৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গবেষণা প্রতিষ্ঠান কাওয়েন পূর্বাভাস দিয়েছিল, সেপ্টেম্বরে এ খাত থেকে ২৮ শতাংশ আয় কমতে পারে।
পিসি গেমসসহ সফটওয়্যারের বিক্রির পরিমাণ ১৪ শতাংশ কমে হয়েছে ৫৪ কোটি ৭৩ লাখ ডলার। তবে এ অবস্থা সাময়িক বলে মনে করছে এনপিডি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী মাসে নিনতেন্ডোর নতুন কনসোল বাজারে আসবে। এ জন্য গ্রাহকরা ওই ডিভাইসটি কেনার অপেক্ষা করছে। -এসবিবি