সোমবার ● ১৫ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এক-তৃতীয়াংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে: আইটিইউ
এক-তৃতীয়াংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে: আইটিইউ
সেলফোন ব্যবহার বাড়ার সঙ্গে ইন্টারনেট ব্যবহারও বাড়ছে। বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে। সেলফোন ব্যবহার করছে ৬০০ কোটি মানুষ। জাতিসংঘের টেলিকম সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়ন (আইটিইউ)-এর ২০১২ সালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। খবর ডেইলি মেইলের।
সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্রডব্যান্ডসেবা ও সেলফোন ব্যবহার বাড়ায় গত বছর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১১ শতাংশ বেড়েছে। এ সময় ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ১১০ কোটি।
তবে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোয় ইন্টারনেট ব্যবহারের পার্থক্য বেড়েছে। উন্নত দেশগুলোয় ইন্টারনেট ব্যবহারের খরচ কম হলেও উন্নয়নশীল দেশগুলোয় এ জন্য খরচ অপেক্ষাকৃত বেশি। আইটিইউর তথ্যানুযায়ী, ৭০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী ধনী ও শিল্পোন্নত দেশগুলোয় থাকেন। এর বিপরীতে গরিব ও উন্নয়নশীল দেশগুলোয় থাকেন ২৪ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী। তবে ইন্টারনেটসেবার পরিমাণ উন্নয়নশীল দেশগুলোয় ধীরে ধীরে বাড়ছে।
আইটিইউ জানায়, আফ্রিকায় ইন্টারনেট সংযোগ নেয়ার খরচ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ৭ গুণ আর ইউরোপের চেয়ে ২০ গুণ বেশি। ইন্টারনেট সহজলভ্যতার হিসেবে সবচেয়ে এগিয়ে থাকা তিন দেশ হলো- ম্যাকাও, নরওয়ে ও সিঙ্গাপুর। এ হিসাবে সবচেয়ে পিছিয়ে আছে মাদাগাস্কার, নাইজার ও টোগো।
আইটিইউর টেলিযোগাযোগ উন্নয়ন ব্যুরোর পরিচালক ব্রাহিমা সানু বলেন, স্বল্প আয়ের দেশগুলোয় ইন্টারনেটসেবা খুবই দুর্বল।
এ ছাড়া বিশ্বব্যাপী সেলফোন ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বর্তমানে বিশ্বে ৭০০ কোটি মানুষ রয়েছে আর সেলফোন নিবন্ধনকারীর সংখ্যা ৬০০ কোটি। চীনে সেলফোন ব্যবহারকারী ১০০ কোটি ছাড়িয়েছে। চলতি বছর ভারতে এ পরিমাণ ১০০ কোটি ছাড়াবে। - এসবিবি