বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১১
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » রাঙামাটির দুই শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব উদ্বোধন
রাঙামাটির দুই শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব উদ্বোধন
॥ মো.শফিকুর রহমান, রাঙামাটি প্রতিনিধি ॥
রাঙামাটির দুই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে দু’টি পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। শহীদ আব্দুল আলী একাডেমী ও শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত একম্পিউটার ল্যাব দু’টি রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ফ্রান্স ভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফোর্জ ফাউন্ডেশন একটি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ফ্রান্স সরকারের আর্থিক এল্যাব দু’টি প্রতিষ্ঠা করা হয়।
ওয়ার্ল্ড ফোর্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্কুলভিত্তিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার উদ্যোক্তা ফ্রান্সিসকো জেবিয়ার সোলা মার্টি রোববার পৃথক দু’টি অনুষ্ঠানের মাধ্যমে ল্যাব দু’টি উদ্বোধন করেন। রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান উভয় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি ছিলেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, দৈনিক রাঙামাটি সম্পাদক আনোয়ার আল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, আইটি প্রতিষ্ঠান ত্রি মাত্রিকের পরিচালক ওমর ফারুক, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স ম মইনুদ্দিন মিন্টু শহীদ আব্দুল আলী একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কান্তি সাহা।
প্রধান অতিথির বক্তব্যে সোলা মার্টি বলেন, প্রগতির জন্য প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই, আর বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি হচ্ছে একটি অপরিহার্য্য মাধ্যম। আগামী প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করতে না পারলে অগ্রযাত্রা ব্যহত হবে, এ ধারণা থেকেই ফোর্জ পাউন্ডেশন স্কুল ছাত্রদের আইটিতে দক্ষ করে তোলার এ কর্মসূচি হাতে নেয়।
বিদ্যালয় পচিালনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুছা মাতব্বর বলেন, আমরা চাই আমাদের জনসংখ্যা সম্পদে পরিণত হোক। এ প্রচেষ্টা শুরু করতে হবে স্কুল পর্যায় থেকেই। আইটিতে দক্ষ হতে না পারলে বর্তমান সময়ে কোন পেশাতেই সুবিধা করা যায়না। পরে ল্যাব দু’টি সচল করার মাধ্যমে বাংলা ও ইংরেজিতে কম্পিউটার পরিচালার ধরণ ও বাংলা শব্দ যাচাই সফটওয়্যারসহ বিভিন্ন প্রোগ্রাম চালু করে দেখানো হয়।