বৃহস্পতিবার ● ১১ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন সম্ভব
তথ্যপ্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন সম্ভব
‘পেশাগত দক্ষতা উন্নয়নে তথ্যপ্রযুক্তি’ শিরোনামের বই এবং ‘শিশির ২০১২’ নামের বাংলা অপারেটিং সিস্টেম এনেছে অঙ্কুর আইসিটি ডেভলপমেন্ট ফাউন্ডেশন। বইটির মূল উদ্দেশ্য হচ্ছে নারী শিক্ষার্থীদেরকে উপযুক্ত কর্মসংস্থান বিষয়ে ধারনা দেয়া।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এ বই আর ডিভিডির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, তথ্যপ্রযুক্তির উন্নয়নে নানামুখী পদক্ষেপ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়িয়ে তুলবে। নতুন প্রজন্মের শক্তি ও জ্ঞানকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে সবার সম্মিলিত অংশগ্রহণ জরুরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি স্পেন দূতাবাসের মিশনের উপপ্রধান পেড্রো জিনাস বলেন, বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাত বেশ দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্টের সাধারণ সম্পাদক মাহে আলম খান ও প্রকল্প ব্যবস্থাপক খালেদা ইয়াসমিন।
অনুষ্ঠানে জানানো হয়, স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্কুর দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। বক্তারা বলেন, আইসিটিতে নিজের পরিবর্তনের জন্য বইটি দারুণ উপকারী হবে। এই বই পড়ে যারা কম শিক্ষিত বা স্কুল থেকে ঝরে পড়া, তারাও সঠিকভাবে কম্পিউটার চালনায় পারদর্শী হতে পারবে। এছাড়া বিপুলসংখ্যক মানুষকে ইন্টারনেটের আওতায় আনতে অঙ্কুরের বইটি দরুণ ভূমিকা রাখবে।
বইটির সঙ্গে থাকা ডিভিডির মাধ্যমে এর প্রায়োগিক দিক নিয়েও জানা যাবে। এ ছাড়া মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু ১২.০৪-এর ওপর ভিত্তি করে তৈরি ‘শিশির ২০১২’তে রয়েছে ওপেন অফিস.অর্গ, ফায়ার ফক্স ও থান্ডারবার্ডের হালনাগাদ সংস্করণ। এ ছাড়া আছে মুক্ত পিজিন, ভিএলসি মিডিয়া প্লেয়ার, গিম্প, স্কাইপিসহ একঝাঁক মুক্ত সফটওয়্যার। চাইলে এটি লাইভ বা হার্ডডিস্কে ইনস্টল করেও ব্যবহার করা যাবে। বইটি বিনা মূল্যে নামানো যাবে www.ankur.org.bd ঠিকানা থেকে।