বৃহস্পতিবার ● ১১ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আজ ই-মেইলের ৪১ বছর পূর্তি
আজ ই-মেইলের ৪১ বছর পূর্তি
যুক্তরাষ্ট্রের প্রোগ্রামার রে টমলিনসন প্রথমবারের মতো ই-মেইল ব্যবহার করেন ১৯৭১ সালের অক্টোবরে। ৪০ বছর পর আজ কারও ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট নেই- শুনতেই কেমন জানি বেখাপ্পা লাগে। চলতি মাসে যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তিটির ৪১ বছর পূর্ণ হলো। খবর টাইমস অব ইন্ডিয়ার।
১৯৭১ সালের এ মাসে টমলিনসন একটি সফটওয়্যার তৈরি করেছিলেন, যা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য পাঠাতে পারে। তখন অবশ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে কিছু ছিল না। সফটওয়্যারটির কারণে আজকের যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ই-মেইলের জন্ম। এসঅ্যান্ডডিএমএসজি নামে একটি প্রোগ্রাম উন্নয়নের সময় টমলিনসন ই-মেইল লেখা এবং পাঠানোর পদ্ধতি আবিষ্কার করেন। বিংশ শতকের ষাটের দশক থেকে এ প্রোগ্রাম চালু ছিল। প্রোগ্রামটি দিয়ে ব্যবহারকারী ই-মেইল লেখা এবং সঠিক গন্তব্যে তা পৌঁছানোর কাজ সহজেই করতে পারে।