বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১১
প্রথম পাতা » নতুন পণ্য » আসুসের মিলিটারী গ্রেড স্ট্যান্ডার্ডের নতুন মাদারবোর্ড
আসুসের মিলিটারী গ্রেড স্ট্যান্ডার্ডের নতুন মাদারবোর্ড
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো আসুসের সাবেরটুথ পি৬৭ মডেলের নতুন মাদারবোর্ড। আসুসের টিইউএফ (দ্যা আল্টিমেট ফোর্স) সিরিজের এই মাদারবোর্ডটিতে মিলিটারী-গ্রেড স্ট্যান্ডার্ডের কম্পোনেন্ট ব্যবহৃত হয়েছে, তাই এটি অত্যাধুনিক ডিজাইনের ও উন্নতমানের মাদারবোর্ড। কম্পিউটার সার্ভার থেকে শুরু করে গেমিং পিসি, সাধারণ নেট ব্রাউজার প্রভৃতি সকল শ্রেনীর ব্যবহারকারীর জন্য আদর্শ এই মাদারবোর্ডটি এলজিএ১১৫৫ সকেটের ইন্টেল ২য় প্রজন্ম প্রসেসরসমূহ সাপোর্ট করে। এর অত্যাধুনিক থার্মাল ফিচারসমূহ কম্পোনেন্টের তাপমাত্রা দ্রুততার সাথে দূরীভূত করার মাধ্যমে সব সময় স্বাভাবিক ঠান্ডা ভাব বজায় রাখে। এছাড়া মাদারবোর্ডটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহের মধ্যে রয়েছে- ৩২ জিবি পর্যন্ত ডিডিআর৩ মেমোরী সাপোর্ট, এনভিডিয়া ও এএমডি মাল্টি-জিপিইউ সাপোর্ট, গিগাবিট ল্যান, ৮-চ্যানেল অডিও, ৪টি ইউএসবি ৩.০ পোর্ট, ২টি ফায়ারওয়্যার পোর্ট প্রভৃতি। মাদারবোর্ডটির মূল্য রাখা হয়েছে ২০,০০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৩৮, ৮১২৩২৮১।