বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১১
প্রথম পাতা » নতুন পণ্য » এমএসআই ব্রান্ডের নতুন মাদারবোর্ড
এমএসআই ব্রান্ডের নতুন মাদারবোর্ড
এমএসআই ব্রান্ডের ইউএসবি ৩ এবং একইসাথে সাটা ৩ পোর্ট সাপোর্টেড মেলেটারি ক্লাসের দ্রুত গতির জেড৬৮এ-জিডি৬৫(বি-থ্রি) মডেলের মাদারবোর্ড বাজারে এনেছে কম্পিউটার সোর্স। জেড ৬৮ চিপসট সম্পন্ন জাপানি সলিড ক্যাপস সন্নিবেশিত সেকেন্ড জেনারেশন সিপিউ সাপোর্টেড মাদারবোর্ডটিতে একইসাথে রয়েছে এসএলআই এবং ক্রসফায়ার গ্রাফিক্স স্লট।
মাল্টিমিডিয়া এবং গেমিং সুবিধা নিশ্চিত করতে মাদারবোর্ডটিতে রয়েছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেরা সেতুবন্ধক অ্যাপ্লিকেশনÑ ডিরেক্ট-এক্স সিজি। ডিজিটাল ভিডিও আউটপুট হিসেবে এইচডিএমআই/ডিভিআই এবং অডিও আউটপুট হিসেবে এতে রয়েছে ৮ চ্যানেল এইচডি অডিও পোর্ট।
এছাড়াও কোর আই থ্রি থেকে কোর আই সেভেন প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ডটিতে স্বয়ংাক্রিয় ওভার ক্লকিং প্রযুক্তি ওসি জেনি-২ থাকায় কোরআই সেভেন প্রসেসরের প্রসেসিং গতি ৪.২গিগাহার্জ পর্যন্ত বাড়িয়ে দেবে। আর মাদারবোর্ডকে সবসময় শীতল রাখতে এখানে ব্যবহার করা হয়েছে স্ট্যাইলশ হিটসিংক। অপরদিকে মাদারবোর্ডটিতে অন-অফ প্রযুক্তি থাকায় এটি দিয়ে আইফোন, আইপ্যাড অথবা আইপডের মতো মোবাইল ডিভাইস চার্জ দেয়া যায়।
মাদারবোর্ডটির দাম ১৭ হাজার ২০০ টাকা। রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। বিস্তারিত- ০১৭৩০ ৩৫৯ ২৭৭।