মঙ্গলবার ● ৯ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » নভেম্বরে ঢাকায় সাউথ এশিয়ান ক্যারিয়ার মিট ২০১২
নভেম্বরে ঢাকায় সাউথ এশিয়ান ক্যারিয়ার মিট ২০১২
সম্প্রতি উইন্ডমিল অ্যাডভার্টাইজিং রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে আগামী ১৬ ও ১৭ নভেম্বর ২০১২, র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল, ঢাকায় ‘সাউথ এশিয়ান ক্যারিয়ারস মিট ২০১২’ অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করে। দক্ষিণ এশিয়ায় এবারই প্রথমবারের মতো টেলিকম ক্যারিয়ারদের এ ধরণের কোন আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে একত্রিত হবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হোলসেল টেলিকম ক্যারিয়ার প্রতিষ্ঠানসমহ, সাব সি এবং টেরেস্ট্রিয়াল ক্যাবল অপারেটরগণ, ডাটা সার্ভিস প্রোভাইডারস, কো-লোকেশন প্রোভাইডারস, অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিস ডেভেলপরাস, হ্যান্ডসেট অ্যান্ড ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ। ‘এসএসিএম’ নামে এই দক্ষিণ এশিয়ার এই ক্যারিয়ার বিষয়ক আয়োজনে ইতোমধ্যেই যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের আরও অনেক দেশ থেকে প্রায় দেড় শতাধিক অতিথি অংশগ্রহণ নিশ্চিত করেছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ তাদের ব্যবসায়িক মত বিনিময়ের সাথে সাথে তাদের সর্বশেষ প্রযুক্তির প্রদর্শন করবে। এ সম্মেলনে একাধিক সেমিনার ও কর্মশালায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা টেলিকম বিশেষজ্ঞরা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। বাংলাদেশ সরকারের নী-িনির্ধারণী পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ এই আয়োজনে উপস্থিত থাকবেন। এ সম্মেলনটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশা করছে আয়োজকরা।