সোমবার ● ৮ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু সিটিও ফোরাম বাংলাদেশর
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু সিটিও ফোরাম বাংলাদেশর
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল প্রধান কারিগরি কর্মকর্তাদের (সিটিও) সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশ। গত শনিবার ঢাকায় এ ফোরামের যাত্রা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, তথ্যপ্রযুক্তির সঙ্গে এগিয়ে যেতে হলে পৃথিবীর উন্নয়নের এ মহাসড়কে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে সিটিওদের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, সচিব মো. নজরুল ইসলাম খান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র নাথ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আক্তারুজ্জামান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মো. ফয়েজ উল্লাহ খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, জিপিআইটির প্রধান নির্বাহী রায়হান শামসিসহ অনেকে।
অনুষ্ঠানে সিটিও ফোরাম বাংলাদেশের নানা বিষয় তুলে ধরে ফোরামের সভাপতি তপন কান্তি সরকার জানান, মূলত দুই বছর আগে এ ফোরামের যাত্রা শুরু হলেও এবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ পেশাজীবী এবং নীতিনির্ধারকদের মধ্যে সমন্বয় তৈরিসহ ফোরামের সদস্যদের মধ্যে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও সহযোগিতার আদান-প্রদান করা হবে এ ফোরামের অন্যতম লক্ষ্য। এসব কাজের জন্য ফোরামের উদ্যোগে বিভিন্ন আলোচনা, কর্মশালা, সেমিনারও করা হবে বলে জানান তিনি।
তথ্যপ্রযুক্তি ব্যবহারকারী বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক সিটিও, প্রধান তথ্য কর্মকর্তা, তথ্যপ্রযুক্তি প্রধান, তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক অথবা সমপদবির পেশাজীবী এবং বিশেষজ্ঞরা এ ফোরামের সদস্য হতে পারবেন। অনুষ্ঠানে সিটিও ফোরাম বাংলাদেশের কমিটির অন্য সদস্যরাসহ তথ্যপ্রযুক্তি খাতের অনেকেই উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে সিটিও ফোরামের বিশেষ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। বিস্তারিত জানা যাবে www.ctoforumbd.org ঠিকানায়।