রবিবার ● ৭ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টেকনোবিডিতে “ফ্রীলেন্সিং” এর উপর কর্মশালার আয়োজন
টেকনোবিডিতে “ফ্রীলেন্সিং” এর উপর কর্মশালার আয়োজন
আগামী ১২ অক্টোবর “ফ্রীলেন্সিং” এর উপর কর্মশালা শুরু হবে। সেরা মানের ল্যাব ফ্যাসিলিটিসহ দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করবে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেকনোবিডি।
কর্মশালায় - ফ্রীলেন্সিং কি এবং কি কি ধরনের কাজ কি পরিমানে আছে, যাতে করে উপযুক্ত একটি কাজ নির্ধারণ করা যায়, ফ্রীলেন্সিং করার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করা যায়, সঠিক ভাবে বিড করার কৌশল, কাজ পাওার পর কি করতে হবে, হাতে কলমে odesk.com ও freelancer.com এর বিভিন্ন অংশের পরিচিতি ও ব্যাবহার, কিভাবে আপনার অর্জিত টাকা দেশে আনবেন, কেস স্টাডি ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করা হবে। রেজিস্ট্রেশন ফী: ২০০০ টাকা।
সকাল ও বিকেল এর নাস্তা ও দুপুর এর খাবার টেকনোবিডি থেকে দেওয়া হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৭৫০০০০৩২৮, ৯১২৬৩৮৫ এবং ভিজিট করুন http://www.technobdtraining.com|