রবিবার ● ৭ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফেসবুকের প্রধান যোগাযোগ কর্মকর্তার পদত্যাগ
ফেসবুকের প্রধান যোগাযোগ কর্মকর্তার পদত্যাগ
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান যোগাযোগ কর্মকর্তা জো লকহার্ট। প্রতিষ্ঠানটিতে যোগ দেয়ার মাত্র ১৫ মাস পর তিনি ফেসবুক ছাড়ছেন। খবর রয়টার্সের।
গত মে মাসে ফেসবুক প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে শেয়ারবাজারে আসে। এরপর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় অর্ধেক কমেছে। শেয়ারবাজারে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রতিষ্ঠানটি ছেড়ে গেছেন বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। এ তালিকার সর্বশেষ সংযোজন জো লকহার্ট। অল থিংস ডি নামক প্রযুক্তি ব্লগ সর্বপ্রথম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এর আগে গত জুনে ফেসবুকের প্রযুক্তি বিভাগের প্রধান কর্মকর্তার পদ ছেড়ে দেন ব্রেট টেলর। পণ্য ব্যবস্থাপনা বিভাগ ও প্লাটফর্ম পার্টনারশিপ বিভাগের পরিচালক হিসেবে কাজ করা ব্যক্তিরাও ফেসবুক ছেড়ে দিয়েছেন।
জোর পদত্যাগের কারণ হিসেবে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্রের পূর্বতীর ছেড়ে ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের নতুন কার্যালয়ে যেতে ইচ্ছুক নন তিনি। এ কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
ঠিক কবে নাগাদ তিনি ফেসবুক ছাড়বেন এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে তিনি প্রতিষ্ঠানটিতে স্বাধীন পরামর্শক হিসেবে কাজ করবেন বলে আশা করছে ফেসবুক।
১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত লকহার্ট বিল ক্লিনটনের প্রেস সেক্রেটারি হিসেবে পরিচিত ছিলেন। ২০০১ সালে সহপ্রতিষ্ঠাতা হিসেবে গ্লোভার পার্ক গ্রুপ কমিউনিকেশন্সে যোগ দেন।
গত বৃহস্পতিবার এক ঘোষণা অনুযায়ী, ফেসবুকের এখন ১০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। গুগল, মাইক্রোসফট ও ইয়াহুর মতো ফেসবুকও ইন্টারনেট ব্যবহারকারীদের পছন্দের গন্তব্যস্থল। তবে শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির অবস্থান হতাশাজনক। মে মাসে শেয়ারবাজারে ঢোকার পর এখন পর্যন্ত বাজার মূল্য কমার হার ৪০ শতাংশের বেশি।