রবিবার ● ৭ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » শ্রমিক ধর্মঘটে চীনে এ্যাপল কারখানা বন্ধ
শ্রমিক ধর্মঘটে চীনে এ্যাপল কারখানা বন্ধ
চীনে এ্যাপলের আইফোন-৫-এর যন্ত্রাংশ তৈরির কারখানার কয়েক হাজার কর্মী ধর্মঘটে যোগ দিয়েছে। শনিবার একটি শ্রম অধিকার গ্রুপ একথা জানায়।
ইলেকট্রনিক সামগ্রীর যন্ত্রাংশ তৈরির তাইওয়ানের এ বৃহৎ কোম্পানিতে এটি হচ্ছে সর্বশেষ অস্থিরতার ঘটনা। চীনে তাইওয়ানের বিভিন্ন কারখানায় সাম্প্রতিক বছরগুলোতে কর্মীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক বেড়ে গেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে গত মাসে তাদের একটি কারখানায় মালিকপক্ষের সঙ্গে কর্মীদের তুমুল ঝগড়া-বিবাদ হয়। নিউইয়র্কভিত্তিক চায়না লেবার ওয়াচ জানায়, ওই কোম্পানি তাদের উৎপাদন বৃদ্ধিতে কর্মীদের সরকারী ছুটির দিনে কাজ করার কথা বলার পর শুক্রবার চীনের মধ্যাঞ্চলের ঝেংঝোতে অবস্থিত কারখানাটি বন্ধ করে দেয়া হয়। সংস্থা জানায়, ওই কোম্পানির তিন থেকে চার হাজার কর্মী ধর্মঘটে যোগ দেয়। তবে কত লোক ওই কোম্পানিতে কাজ করে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।