শনিবার ● ৬ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আসুসের ৩য় প্রজন্মের প্রসেসরের জন্য নতুন মাদারবোর্ড
আসুসের ৩য় প্রজন্মের প্রসেসরের জন্য নতুন মাদারবোর্ড
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুসের পি৮এইচ৬১-এম এলএক্স৩ আর২.০ মডেলের নতুন মাদারবোর্ড। ইন্টেল এইচ৬১(বি৩) চিপসেটের এই মাদারবোর্ডটি ইন্টেল ১১৫৫ সকেটের ৩য় প্রজন্মের পাশাপাশি ২য় প্রজন্ম কোরআই৭, কোরআই৫, কোরআই৩ প্রসেসরসমূহ সাপোর্ট করে। মাদারবোর্ডটি সর্বোচ্চ ২২০০ (ও.সি.) বাস স্ট্যান্ডার্ডের ১৬ জিবি র্যাম ব্যবহার করতে পারে। মাদারবোর্ডটিতে রয়েছে ইউইএফআই বায়োস ফিচার, যা সহজে ব্যবহার্য্য মাউস দ্বারা নিয়ন্ত্রণযোগ্য প্রথম গ্রাফিক্যাল বায়োস ইন্টারফেস। অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে রয়েছে এ্যান্টি-সার্জ প্রটেকশন, ইপিইউ, এআই স্যুইট২, ক্র্যাশফ্রি বায়োস৩ প্রভৃতি। এছাড়া উইন্ডোজ ৮ সার্টিফাইড অত্যাধুনিক এই মাদারবোর্ডটিতে রয়েছে ১৭৪৮ মেগা বাইট শেয়ারড মেমোরীর গ্রাফিক্স, পিসিআই এক্সপ্রেস ৩.০ স্লট, ৪টি সাটা পোর্ট, গিগাবিট ল্যান, ৮-চ্যানেল অডিও, ১০টি ইউএসবি ২.০ পোর্ট প্রভৃতি। মূল্য রাখা হয়েছে ৫,১০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।