শনিবার ● ৬ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » তথ্যপ্রযুক্তি এখন দোর গোড়ায় : শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া
তথ্যপ্রযুক্তি এখন দোর গোড়ায় : শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, মহাজোট সরকার শিল্পসমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেয়ায় তথ্যপ্রযুক্তি এখন আমাদের প্রত্যেকের দোরগোড়ায়। বৃহস্পতিবার রাজধানীর পান্থপথে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘একাউন্টিং ইনফরমেশন সিস্টেম ফর এসএমই’জ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবিএম খোরশেদ আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ এফসিএমএ, ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলামসহ এসএমই ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা। এ সময় শিল্পমন্ত্রী বলেন, ‘গ্রাম-গ্রামান্তরে ঘরে ঘরে এখন কম্পিউটার নেটওয়ার্ক গড়ে উঠেছে এবং ইন্টারনেট প্রযুক্তির সম্প্রসারণ ঘটেছে। ফলে ঘরে বসেই আমরা সারাবিশ্বের সঙ্গে যোগাযোগ, বিশ্বব্যাপী ব্যবসা, কেনাকাটা ও হিসাব করছি।’ তবে মাইক্রোলেভেলে এখনো কম্পিউটার বেইজড অ্যাকাউন্টিং সিস্টেম পুরোমাত্রায় চালু হয়নি বলে মন্ত্রী মনে করেন। তিনি আরো বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে আমরা ম্যানুয়ালি খাতা-কলমে লিখে এবং ক্যালকুলেটর দিয়ে হিসাব করে থাকি। প্রযুক্তির অভাবনীয় প্রসারের ফলে হিসাববিজ্ঞান অনেক আধুনিক ও সহজ হয়েছে। অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান বা শিল্প কারখানার হিসাব রাখলে ব্যবসায় পরিচালনা খুব সহজ হবে।