বৃহস্পতিবার ● ৪ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » সাইবার হামলার কথা নিশ্চিত করল হোয়াইট হাউস
সাইবার হামলার কথা নিশ্চিত করল হোয়াইট হাউস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসকে লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে। দেশটির সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেন। তবে এতে কোনো তথ্য চুরি হয়নি বলে তিনি জানান।
হোয়াইট হাউসের সামরিক শাখার কার্যালয়ে এ হামলা চালানোর জন্য চীনা সরকারের সংশ্লিষ্ট হ্যাকারদের দায়ী করা হয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এপিকে বলেন, ‘এ ধরনের হামলা সচরাচর হয় না। আমরা এটি প্রতিরোধের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি।’
তিনি বলেন, একটি ভুয়া ই-মেইল হোয়াইট হাউসে পাঠানো হয়। এগুলো দেখতে দাফতরিক মেইলের মতো মনে হলেও এর ভেতরে ক্ষতিকারক ভাইরাস লুকানো ছিল। তবে এতে কোনো ক্ষতি হয়নি।
যুক্তরাষ্ট্রের সরকার দীর্ঘদিন ধরেই দেশটিতে সাইবার হামলা চালানোর জন্য চীনাদের দায়ী করছে। সম্প্রতি দেশটির সাইবার বিভাগের প্রধান জানান, গত তিন বছরে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালা নোর পরিমাণ ১৯ গুণ বেড়েছে।