বৃহস্পতিবার ● ৪ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মাইক্রোসফটকে টপকে গেল গুগল!
মাইক্রোসফটকে টপকে গেল গুগল!
সেরা ধনী প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায় অ্যাপলের শীর্ষত্ব অক্ষুণ্ন রয়েছে। তবে মাইক্রোসফটকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সার্চ জায়ান্ট গুগল ইনকরপোরেশন। পরিসংখ্যান মতে, বর্তমানে মাইক্রাসফটের সম্পদের পরিমাণ ২৪৭.২ বিলিয়ন ডলার। গুগলের ২৪৯.১ বিলিয়ন ডলার। অপরদিকে তালিকার শীর্ষে থাকা অ্যাপলের বাজার মূল্য ৬৫৯.৩৯ বিলিয়ন ডলার। সার্চ ইঞ্জিন সেবা ও ইউটিউবের পাশাপাশি চলতি বছরের শুরু থেকেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা বাড়তে থাকে। এর প্রভাব পড়ে বাজারমূল্যে। চলতি সপ্তাহেই গুগলের বাজারমূল্য বেড়ে যায় ০.৯৬ শতাংশ। বর্তমানে আইফোনের পাশাপাশি অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের চাহিদা যে হারে বৃদ্ধি পাচ্ছে সে তুলনায় উইন্ডোজ ফোন খুব একটা সুবিধা করতে পারছে না। তবে এ মুহূর্তে গুগল ও মাইক্রোসফটের মধ্যে ব্যবধান মাত্র ২০০ কোটি ডলার। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এত অল্প ব্যবধান নিয়ে মাইক্রোসফটকে খুব বেশি দিন হয়তো পেছনে পড়ে থাকতে হবে না। কেননা এ মাসের মাঝামাঝি অথবা শেষ নাগাদ প্রকাশ হচ্ছে উইন্ডোজ ৮।