বুধবার ● ৩ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » মাইক্রোসফটের ‘সারফেস’ স্মার্টফোন!
মাইক্রোসফটের ‘সারফেস’ স্মার্টফোন!
মাইক্রোসফটের নতুন স্মার্টফোন বাজারে আসতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে চায়না টাইমস।
এদিকে প্রযুক্তি বিশ্লেষকদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সারফেস ব্র্যান্ডের ট্যাবলেট কম্পিউটারের ঘোষণা দিয়ে যেভাবে চমক সৃষ্টি করেছে মাইক্রোসফট, একইভাবে স্মার্টফোন এনেও চমক দেখাতে পারে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে গোপনে স্মার্টফোন তৈরির কাজ শুরু করেছে মাইক্রোসফট। ট্যাবলেট কম্পিউটারের ঘোষণা দেওয়ার পর এবারে নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে চায়না টাইমস জানিয়েছে, ইতিমধ্যে হার্ডওয়্যার নির্মাতার সঙ্গে মাইক্রোসফট আলোচনা সেরে ফেলেছে মাইক্রোসফট।
প্রযুক্তি বিশ্লেষকরা জানিয়েছেন, উইন্ডোজ মোবাইল ফোন প্ল্যাটফর্মকে জনপ্রিয় করতে ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা নকিয়ার সঙ্গে কাজ করেছে মাইক্রোসফট। কিন্তু বাজার ধরতে নকিয়ার ব্যর্থতার পর এইচটিসির সঙ্গেও উইন্ডোজ মোবাইল ফোন নিয়ে কাজ শুরু করেছে মাইক্রোসফট। তবে মাইক্রোসফট কোন ব্র্যান্ড নাম নিয়ে স্মার্টফোন বাজারে আনবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
২০ জুন ‘উইন্ডোজ ফোন ৮’ নামে স্মার্টফোনের নতুন অপারেটিং সিস্টেমের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। ‘উইন্ডোজ ফোন ৮’ অপারেটিং সিস্টেমটি মাল্টি কোরের প্রসেসর ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) সমর্থন করবে। চলতি বছরের অক্টোবর মাসেই অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করা হবে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এ সময় নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিতে পারে মাইক্রোসফট।
মাইক্রোসফট জানিয়েছে, ‘উইন্ডোজ ফোন ৮’ নির্ভর স্মার্টফোন তৈরি করবে নকিয়া, স্যামসাং, এইচটিসি ও হুয়াউয়ের মতো প্রতিষ্ঠানগুলো। এই প্রতিষ্ঠানগুলোর স্মার্টফোনের জন্য সফটওয়্যার নির্মাতা হিসেবে কাজ করবে মাইক্রোসফট। প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, অন্য প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার জোগানোর পাশাপাশি নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আনতে পারে মাইক্রোসফট। -এসপিএ