বুধবার ● ৩ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে আসছে ওয়ালটনের স্মার্টফোন
বাজারে আসছে ওয়ালটনের স্মার্টফোন
শিগগিরই বাজারে আসছে ওয়ালটনের স্মার্টফোন ‘ওয়ালটন অ্যান্ড্রয়েড প্রিমো’। তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্যপূর্ণ এ সেলফোন সেটটি বেশ আকর্ষণীয়। ‘গেট অ্যান্ড্রয়েড প্রিমো-বি এন্টারটেইন্ড’ স্লোগান নিয়ে স্মার্টফোনটির বাজারজাত শুরু হবে। ফোনটিতে তৃতীয় প্রজন্মের কাঙ্ক্ষিত প্রায় সবকিছু রয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
কয়েক দিনের মধ্যেই এ স্মার্টফোন ওয়ালটন প্লাজা ও পরিবেশকদের মাধ্যমে সারা দেশে পাওয়া যাবে বলে জানা গেছে। ওয়ালটনের স্মার্ট ফোনে থাকছে মাল্টিমিডিয়ার সব সুবিধা।
ওয়ালটন সেলফোনের প্রধান বিপণন কর্মকর্তা এসএম রেজওয়ান আলম জানান, নতুন প্রজন্মের চাহিদা বিবেচনায় নিয়ে এ হ্যান্ড সেটটিতে আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে। এতে থাকছে দ্বৈত সিম ব্যবহারের জন্য দ্বিকক্ষের সিম চেম্বার। গ্রাহকরা অনায়াসে ব্যবহার করতে পারবেন জিপিএস, জিএসএম, ডব্লিউসিডিএমএ, ওয়াই ফাই ও এজ। রয়েছে মোশন, গ্রাভিটি, লাইট ও প্রক্সিমিটি সেন্সর। থাকছে ফেসবুক থেকে শুরু করে কিং সফট অফিস ও অ্যাডবি রিডার সুবিধা। সংযুক্ত আছে আধুনিক ক্যামেরা ও রেডিও সিস্টেম। হ্যান্ড সেটটিতে কোয়ালকম-১ গিগাহার্টজ প্রসেসর সংযোজন করা হয়েছে, যাতে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।
ওয়ালটনের গবেষণা ও উন্নয়ন শাখার প্রকৌশলী নাশিদ আনজুম জানান, ওয়ালটন স্মার্ট ফোনে রয়েছে ৩ দশমিক ৫ ইঞ্চির সুদৃশ্য ডিসপ্লে মনিটর। ৪ গিগাবিট র্যাম ও রম এটির কার্যদক্ষতা আরও বাড়িয়েছে। গ্রাহকরা পাচ্ছেন ১৪২০ লিথিয়াম আয়ন ব্যাটারি যা দীর্ঘসময় ফোন সচল রাখতে সহায়তা করবে। হ্যান্ড সেটের সঙ্গে বিনা মূল্যে দেয়া হবে ৪ গিগাবাইটের একটি মেমোরি কার্ড ও তিনটি ভিন্ন রঙের ব্যাক কাভার।
ওয়ালটনের নিজস্ব গবেষণাগারে অত্যাধুনিক এ হ্যান্ড সেটের ডিজাইন ও উন্নয়ন করা হয়েছে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। এর দামও সব শ্রেণীর ক্রেতার নাগালের মধ্যে থাকছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।