সোমবার ● ১ অক্টোবর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » এইচপির নতুন আল্ট্রাবুক বাজারে
এইচপির নতুন আল্ট্রাবুক বাজারে
এইচপি ব্রান্ডের এনভি ১৩ স্পেক্টর এক্সটি মডেলের আকর্ষনীয় অত্যাধুনিক আল্ট্রাবুক বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ইন্টেল থার্ড জেনারেশন কোর আই ৭ প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল এইচএম এক্সপ্রেস চিপসেট, ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ১২৮ গিগাবাইট এসএসডি (সলিড স্ট্রেইট ড্রাইভ), ১৩.৩ ইঞ্চি হাই ডেফিনিশন এলইডি ডিসপ্লে, ইন্টেল ৪০০০ সিরিজের গ্রাফিক্স কার্ড এবং জেনুইন উইন্ডোজ ৭ হোম প্রিমিয়াম। ল্যাপটপটির অন্যতম বিশেষ আকর্ষন হচ্ছে এর ৮ ঘন্টা পাওয়ার ব্যাকআপ সুবিধা। স্টাইলিশ এবং সম্পূর্ন মেটালিক এই আল্ট্রাবুকটির বর্তমান দাম ১,১৫,০০০ টাকা। বিস্তারিত: ০১৭৩০৩১৭৭৬৩।