শনিবার ● ২৯ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » তথ্য ধরে রাখা যাবে ১০ কোটি বছর!
তথ্য ধরে রাখা যাবে ১০ কোটি বছর!
তথ্য ধরে রাখার পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে আগেই। তবে ধারণকৃত তথ্য হারিয়ে বা নষ্ট হয়ে যাওয়ার যে আশঙ্কা, এখনো পর্যন্ত তা দূর হয়নি। তবে এ সমস্যার সমাধান দিতে যাচ্ছে জাপানভিত্তিক প্রতিষ্ঠান হিটাচি। প্রতিষ্ঠানটি এমন এক খণ্ড কাচ তৈরি করেছে, যাতে বিপুল পরিমাণ তথ্য ধরে রাখা যাবে। শুধু তাই নয়, ১০ কোটি বছর পর্যন্ত অক্ষত থাকবে ওই তথ্য। খবর
ডেইলি মেইলের।
হিটাচির উদ্ভাবিত প্রযুক্তিটি পাতলা এক খণ্ড কাচে অসংখ্য ডট সৃষ্টির মাধ্যমে বাইনারি পদ্ধতিতে তথ্য ধরে রাখবে। সাধারণ মাইক্রোস্কোপ দিয়ে ওই তথ্য পড়াও যাবে। চিপটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিকের সংস্পর্শেও এটির কোনো ক্ষতি হবে না। ১ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এটি অন্তত ২ ঘণ্টা অক্ষত থাকবে। একই সঙ্গে পানি প্রতিরোধক। অর্থাত্ সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগও চিপটির কোনো ক্ষতি করতে পারবে না।
চিপটিতে ব্যবহার করা হয়েছে চার স্তরের (লেয়ার) ডট, যার প্রতি বর্গ ইঞ্চিতে ৪০ মেগাবাইট পর্যন্ত তথ্য ধারণ করা যাবে। তবে ভবিষ্যতে লেয়ারের সংখ্যা বাড়ানো যাবে বলেও জানিয়েছেন গবেষকরা।
হিটাচির গবেষক কাজুয়োসি তোরি এ উদ্ভাবন প্রসঙ্গে বলেন, প্রতিদিনই বিপুল পরিমাণ তথ্যের উত্পত্তি হচ্ছে। পরবর্তী প্রজন্মের জন্য এ তথ্য সংরক্ষণের জুতসই কোনো প্রযুক্তি সেভাবে নেই। তথ্য খোয়া যাওয়ার প্রবণতাও সম্প্রতি বেড়েছে। এসব দিক বিবেচনায় নিয়েই হিটাচি প্রযুক্তিটি উদ্ভাবন করেছে।
কবে নাগাদ চিপটি বাজারে আনা হবে, আদৌ আসবে কিনা, সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানায়নি হিটাচি। তবে প্রাথমিকভাবে সরকারি বিভিন্ন সংস্থা, জাদুঘর ও ধর্মীয় সংগঠনের তথ্য এ পদ্ধতিতে সংরক্ষণ করা যেতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। -এসবিবি