বৃহস্পতিবার ● ২৭ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » খাওয়ার উপযোগী প্লাস্টিক!
খাওয়ার উপযোগী প্লাস্টিক!
প্রতিবছর খাবারের মোড়কসহ দৈনন্দিন কাজে ব্যবহূত হাজার হাজার টন প্লাস্টিক ব্যাগ নষ্ট হয়। এসব প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকরও বটে। সম্প্রতি আর্জেন্টিনার একদল গবেষক জানিয়েছেন, খাওয়ার উপযোগী ও সহজেই পচনশীল প্লাস্টিক তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন তাঁরা। খাদ্যশস্য থেকে তৈরি এ বায়োপ্লাস্টিক খাবারের ওপর জেলির মতো লাগালে তা যেমন খাবারের মোড়ক হিসেবে কাজ করবে, তেমনি ক্রেতা চাইলে এ প্লাস্টিকসহ তাঁর খাবার খেতেও পারবেন। খবর রয়টার্সের।
বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন, উপাদান হিসেবে খাদ্যশস্য ব্যবহার করে তৈরি তাঁদের এ বায়োপ্লাস্টিক সম্পূর্ণ নিরাপদ।
গবেষক সিলভিয়া গোয়ানিজ এ প্রসঙ্গে জানিয়েছেন, বায়োপ্লাস্টিক তৈরির উপাদান হিসেবে শর্করার যে অণু ব্যবহার করা হয়েছে, তা মানুষের চুলের চেয়েও ৫০ হাজার গুণ ক্ষুদ্রাকৃতির। এ প্লাস্টিক অনেক শক্ত ও মজবুতও বটে। খাবারের মোড়ক হিসেবে এটি খাবার সুরক্ষিত রাখে, পাশাপাশি এ প্লাস্টিক পরিবেশবান্ধব। কেননা এ প্লাস্টিক সহজেই মাটিতে মিশে যায়।
এ বায়োপ্লাস্টিক খাবারের ওপর জেল হিসেবে ব্যবহার ও প্লাস্টিক ব্যাগ হিসেবে বাজারে আনার পরিকল্পনা করেছেন গবেষকেরা। -এসপিএ