বুধবার ● ২৬ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বুদ্ধিমান ক্যামেরা ‘অটোগ্রাফার’
বুদ্ধিমান ক্যামেরা ‘অটোগ্রাফার’
শুধু গলায় ঝুলিয়ে রাখলেই হবে, এর পরের দায়িত্বটুকু ক্যামেরার। ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবেই ঠিক করে নেবে কখন ছবি তুলতে হবে। সম্প্রতি যুক্তরাজ্যের ওএমজি পিক নামের একটি প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘অটোগ্রাফার’ নামের বুদ্ধিমান এ ক্যামেরা উদ্ভাবন করেছে। খবর রয়টার্সের।
যুক্তরাজ্যের বাজারে নভেম্বর মাস থেকে ৬৫০ মার্কিন ডলারে পাওয়া যাবে অটোগ্রাফার নামের এ ক্যামেরা। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও জাপানের বাজারেও আসবে। ক্যামেরাটিতে রয়েছে পাঁচটি বিল্ট ইন সেন্সর ও মাইক্রোসফট উদ্ভাবিত সফটওয়্যার যা সেরা মুহূর্তটি বেছে নিয়ে ব্যবহারকারীর কোনো সংস্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ছবি তুলতে পারে।
ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ওএমজি পিকের ভাষ্য, অটোগ্রাফার ক্যামেরা দিনে দুই হাজার হাই-রেজুলেশনের ছবি তুলতে পারে। ক্যামেরাটি গলায় ঝুলিয়ে বা সুবিধামতো স্থানে ক্লিপ দিয়ে আটকিয়ে রাখা যায়।
ওএমজি পিকের প্রধান নির্বাহী নিক বোল্টন জানিয়েছেন, এ ক্যামেরাটি মূলত ডিমেনশিয়া রোগীদের জন্য তৈরির পরিকল্পনা করা হয়েছিল। তবে বিশেষ মুহূর্তের পারিবারিক ছবি তোলার কথা ভেবে সবার জন্যই এটি বাজারে আনা হচ্ছে। স্থিরচিত্র ও ভিডিওর মধ্যকার পার্থক্য ঘোচাতে সক্ষম হবে এ ক্যামেরাটি। - এসপিএ