সোমবার ● ২৪ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সাতক্ষীরায় ল্যান্ডফোন সংযোগ বিচ্ছিন্ন
সাতক্ষীরায় ল্যান্ডফোন সংযোগ বিচ্ছিন্ন
এক সপ্তাহ ধরে সাতক্ষীরায় ল্যান্ডফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় সমস্যায় ভুগছেন স্থানীয় চার হাজার গ্রাহক। কর্তৃপক্ষের দাবি, আগামী সপ্তাহ নাগাদ সংযোগ ঠিক হতে পারে।
সংযোগ বিচ্ছিন্ন থাকায় ফায়ার সার্ভিস, হাসপাতাল ও পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না স্থানীয়রা। সাতক্ষীরা টেলিফোন এক্সচেঞ্জ অফিস সূত্র জানায়, গত ১৮ সেপ্টেম্বর টেলিফোন এক্সচেঞ্জের রেক্টি ফায়ার মডিউল পুড়ে যাওয়ায় সাতক্ষীরার সঙ্গে সারা দেশের ল্যান্ডফোন সংযোগ বন্ধ হয়ে যায়। যন্ত্রটি পুনঃস্থাপন করা ছাড়া টেলিযোগাযোগ সচল করা সম্ভব নয় এবং এ জন্য এক সপ্তাহ সময় লাগবে।
সাতক্ষীরা টেলিকমের উপবিভাগীয় প্রকৌশলী মনোজ কুমার সাহার সঙ্গে যোগাযোগ করলে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা স্বীকার করে তিনি জানান, পুড়ে নষ্ট হওয়ার পর এরই মধ্যে একটি রেক্টি ফায়ার মডিউল সংগ্রহ করা হয়েছে। চার-পাঁচ দিনের মধ্যে আরও একটি রেক্টি ফায়ার মডিউল আনা হলে এটি পুনঃস্থাপন করা হবে। -সুত্র- ব. বা.