শুক্রবার ● ২১ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বিসিএস কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির আর নেই
বিসিএস কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির আর নেই
বিসিএস কম্পিউটার সিটির সাধারণ সম্পাদক ও নেটস্টার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজেউন)।
শুক্রবার ২১ সেপ্টেম্বর সকাল ৮ টায় স্কয়ার হাসপাতালে হার্টএটাক জনিত কারনে ইন্তেকাল করেন। সকাল ৭টায় তার নিজ বাসায় প্রথমে হার্টএটাক করার পর স্কয়ার হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২কন্যাসহ বহু আত্বীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
আজ ১২ টায় ঢাকাস্থ বিসিএস কম্পিউটার সিটির আইডিবি ভবণ প্রাঙ্গণে প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর মৃতদেহ নিজ জন্ম স্থান ফেনী জেলায় ২য় দফা জানাজা পর জগৎপুর ভূঁইয়া বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ।
উল্লেখ্য, তিনি বাংলাদেশের অন্যতম আইটি পণ্য আমদানীকারক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্ এর ছোট ভাই।
বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মো. মজিবুর রহমান স্বপন তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন- এ ক্ষতি পূরন হওয়ার নয়। আমরা সুদীর্ঘ সময় একসাথে কাজ করেছিলাম, ভেবে ছিলাম আরও অনেকদিন এভাবে কাজ করতে পারবো। তিনি ভাঙ্গা কন্ঠে বলেন- আমাদের জোড়া ভেঙ্গে গেল। ওনার রুহের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম এর সভাপতি, মোহাম্মদ কাওছার উদ্দীন ও আইসিটি নিউজ এর সম্পাদক, খালেদ আহসান এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।