সোমবার ● ১৭ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্বাস্থ্য ও কৃষিভিত্তিক নতুন সফটওয়্যার আনবে গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেস
স্বাস্থ্য ও কৃষিভিত্তিক নতুন সফটওয়্যার আনবে গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেস
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য ও কৃষিভিত্তিক নতুন ডিজিটাল সেবা চালু করবে গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেস। এ জন্য ‘অংকুর’ ও ‘দোলনা’ নামে দুটি সফটওয়্যার তৈরির কাজ চলছে। জানিয়েছেন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট ও ‘ইন্টেল ওয়ার্ল্ড অ্যাহেড’ প্রকল্পের প্রধান জন ই ডেভিস। তিনি বলেন, ‘এ দেশের প্রত্যন্ত অঞ্চলে মাটির গুণাগুণ পরীক্ষা করার পাশাপাশি কোন ফসল ভালো ফলবে সে বিষয়ে তথ্য দেবে অংকুর সফটওয়্যার। বীজ নির্বাচনেও এটি সহায়তা প্রদান করবে।’ ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট এ সময় আরো বলেন, ‘দোলনা’ মা ও নবজাতকের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে কাজ করবে।’
শনিবার গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেসের করপোরেট কার্যালয় উদ্বোধনের সময় তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেসের প্রধান নির্বাহী কাজী আই হক, প্রধান পরিচালন কর্মকর্তা সাজেদুল পাভেল হক ও প্রধান কারিগরি কর্মকর্তা নারায়ণ সুন্দরাজন।
উল্লেখ্য, সোশ্যাল বিজনেস কার্যক্রমের আওতায় কৃষিবিষয়ক সফটওয়্যার ‘মৃত্তিকা’ ও গর্ভকালীন স্বাস্থ্যসেবাবিষয়ক সফটওয়্যার ‘সুমাত্রা’ পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন জেলায় ব্যবহার করা হচ্ছে।
২০০৯ সালে গ্রামীণ ইন্টেল সোশ্যাল বিজনেস কার্যক্রম যৌথভাবে চালু করে গ্রামীণ ট্রাস্ট ও ইন্টেল।