রবিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিসিএস বেসিসের ইনফ্রাস্ট্র্যাকচার ব্যবহার করতে পারবে
বিসিএস বেসিসের ইনফ্রাস্ট্র্যাকচার ব্যবহার করতে পারবে
বেসিস’র উদ্যোগে বিসিএস এর নব নির্বাচিত কর্মকর্তাদের এক সম্বর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বিসিএস (বাংলাদেশ কম্পিউটার সোসাইটি) এবং বেসিস উভয় ফোরামের নেতৃবৃন্দের মাঝে বেশ কিছু আলোচনা হয়। এ আলোচনার বিষয়বস্তু নিয়ে বিসিএস এর মহাসচিব কাজী জাহিদুর রহমান ফেসবুক-এ একটি স্ট্যাটাস দেন।
কাজী জাহিদুর রহমান ফেসবুক স্ট্যাটাস
১ বিসিএস এবং বেসিস দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে একটি সুন্দর বুঝাপড়ার মধ্যে একসাথে কাজ করবে।
২ বেসিস চেষ্টা করবে তাদের অধীনস্ত সফটওয়্যার ফার্মে কর্মরত তথ্যপ্রযুক্তি কর্মিদেরকে বিসিএস এর সদস্য করতে। এ ক্ষেত্রে যারা বিসিএস এর সদস্য হবে, বেসিস তাদের জন্য কিছু বিশেষ সুবিধা ঘোষণা করতে পারে।
৩ বিসিএস চাইলে তাদের দরকারে কোন রকম আর্থিক সুবিধা না দিয়েই বেসিসের ইনফ্রাস্ট্র্যাকচার ব্যবহার করতে পারবে।
৪ সফটওয়্যার ফার্মের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলামে কিছু নতুন ধরনের কোর্স সংযুক্ত করতে বিসিএস এবং বেসিস যৌথ উদ্যোগে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় সমূহ এবং কারিকুলাম এক্সপার্ট নিয়ে সেমিনার বা আলোচনা অনুষ্ঠানের ব্যবস্থা করা যেতে পারে।
৫ বর্তমানে চলমান বেসিসের বিভিন্ন কোর্সে বিসিএস এর সদস্যদেরকে অর্ধেক খরচে ভর্তির সুযোগ দেয়া যেতে পারে।
৬ ওরাকল, সিস্কোসহ যে সকল ভেন্ডর সার্টিফিকেশান কোর্সের মাধ্যমে সফটওয়্যার, হার্ডওয়্যার বা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড নির্ধারন করা হয়ে থাকে, তাতে দেশের অনেক অর্থ বিদেশী ভেন্ডরদের হাতে তুলে দিতে হয়। এ ক্ষেত্রে একটি লোকাল স্ট্যান্ডার্ড নির্ধারন করা যেতে পারে, যাতে ছাত্র ছাত্রীরা কম খরচে সার্টিফিকেশান কোর্সগুলি করতে পারে।
৭ বিসিএস মহাসচিবের আমন্ত্রনে রাজশাহীতে বেসিস সফটওয়্যার ইন্ডাস্ট্রির চাহিদা নিয়ে সেমিনার করতে আগ্রহী হয়েছে। সে ক্ষেত্রে দু একটি ট্রেনিং এর ব্যবস্থাও করা যেতে পারে। তারা রাবিতে জব ফেয়ার করতেও আগ্রহ দেখিয়েছে।
৮ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিরা যদি বেসিসের উদ্যোগে চালু করা কোর্সগুলিতে অংশ নিতে চায়, তবে বেসিস বিনা খরচে তাদের অংশ গ্রহনকে স্বাগত জানাবে।