রবিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » কম্পিউটার বানানোর সময়ই ভাইরাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে!
কম্পিউটার বানানোর সময়ই ভাইরাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে!
ইন্টারনেটে ভাইরাস ছাড়ার পরিবর্তে এখন কম্পিউটার বানানোর সময়ই ভাইরাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি মাইক্রোসফট এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। মাইক্রোসফটের এক মুখপাত্র জানান, ভাইরাস থাকতে পারে এমন ধারণা থেকে চীনের কয়েকটি শহরের আলাদা কয়েকটি কারখানা থেকে সদ্য তৈরি ১০টি ডেস্কটপ এবং ১০টি ল্যাপটপ কম্পিউটার নমুনা হিসেবে নেওয়া হয়। এরপরই খুঁটিয়ে পরীক্ষার কাজে নামেন বিশেষজ্ঞরা। ফলাফল দেখে চমকে যান তারা। কেননা ২০টি কম্পিউটারের ৪টি ভাইরাসসহ আরও ক্ষতিকর প্রোগ্রামে আক্রান্ত। সন্ধান পাওয়া ভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নিটল নামের একটি ভাইরাস। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাস ব্যক্তিগত তথ্য বাগিয়ে নিয়ে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নিজের কব্জায় নিতে সক্ষম। প্রাথমিকভাবে ভাইরাসের আসল উৎস সম্পর্কে সঠিক তথ্য না থাকলেও মাইক্রোসফটের সন্দেহের তালিকায় শীর্ষে রয়েছে ৩৩২২ ডটঅর্গ নামের একটি ওয়েবসাইট। এদিকে ওয়েবসাইটটির মালিক চীনা নাগরিক পেং ওং জানিয়েছেন, ভাইরাস ছড়ানোর বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন না। তার মালিকানাধীন ওয়েবসাইট থেকে এ ধরনের কাজ হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সবশেষ তথ্যমতে, ওয়েবসাইটটির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।