শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » চলতি বছরেই ‘আইপ্যাড মিনি’ আনবে অ্যাপল
চলতি বছরেই ‘আইপ্যাড মিনি’ আনবে অ্যাপল
আইফোন ৫ বাজারে আনার ঘোষণা দেওয়ার পর এবার আইপ্যাডের ছোট সংস্করণ ‘আইপ্যাড মিনি’ বাজারে আনতে পারে অ্যাপল। চলতি বছরের অক্টোবর মাসে আইপ্যাড মিনির ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। এ তথ্য জানিয়েছে অল থিংস ডিজিটাল।আইপ্যাড মিনি হতে পারে ৭ ইঞ্চি মাপের। রেটিনা ডিসপ্লের এ পণ্যটিতে বর্তমানে বাজারে থাকা আইপ্যাডের সব বৈশিষ্ট্য থাকতে পারে। এর সঙ্গে যুক্ত হতে পারে দ্রুতগতির প্রসেসর ও এইচডি ক্যামেরাসুবিধা। বর্তমানে ৯.৭ ইঞ্চি মাপের আইপ্যাডের মতোই রেজ্যুলেশন হবে আইপ্যাড মিনির। দাম হতে পারে ২৫০ ডলার।অল থিংস ডির ওয়েবসাইটে জানানো হয়েছে, বর্তমানে আইপ্যাড মিনি উত্পাদনপর্যায়ে রয়েছে। অক্টোবর মাসে আইপ্যাড মিনি বাজারে ছাড়ার ঘোষণা দিতে পারেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।প্রযুক্তিবিশ্লেষকেরা জানিয়েছেন, বাজারে আমাজন কিন্ডল ফায়ার, গুগল নেক্সাস ৭, স্যামসাং গ্যালাক্সি ও উইন্ডোজ ৮ ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ছোট আকারের আইপ্যাড বাজারে আনছে অ্যাপল।১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা সেন্টার ফর দ্য আর্টসে আয়োজিত এক অনুষ্ঠানে হালকা-পাতলা গড়নের ও ফোরজি প্রযুক্তির ‘আইফোন ৫’ ঘোষণা দিয়েছে অ্যাপল। ১১২ গ্রাম ওজন আর ৭.৬৬ মিলিমিটার পুরুত্বের আইফোন ৫-এ ব্যবহূত হয়েছে ডুয়াল কোরের নতুন কর্টেক্স এ৬ প্রসেসর ও এআরএমের তৈরি এ-১৫ চিপসেট। অ্যাপলের দাবি, নতুন প্রসেসর ও চিপসেট আইফোন ৫-এর প্রসেসিং ক্ষমতা আইফোন ৪এসের চেয়ে দ্বিগুণ করেছে। আইফোন ৫-এ আট মেগাপিক্সেল হাইডেফিনেশন ক্যামেরা যুক্ত হয়েছে, যার সুবিধা হচ্ছে, এতে অন্ধকারেও ভালো মানের ছবি তোলা যাবে। এর সিরি সফটওয়্যার ব্যবহার করে মুখে বলে ফেসবুক স্ট্যাটাস দেওয়া যাবে। আইফোন ৪ এসের তুলনায় ১৮ শতাংশ পাতলা, ২০ শতাংশ হালকা হয়েছে আইফোন ৫। এতে আরও যুক্ত হয়েছে ৯ পিনের ডক কানেক্টর, যার নাম দেওয়া হয়েছে ‘লাইটনিং’। পুরোনো ৩০ পিনের ডক কানেক্টরের চেয়ে ৮০ শতাংশ ছোট এটি। ন্যানো সিমকার্ড আইফোন ৫-এ ব্যবহূত হবে ।