শুক্রবার ● ১৪ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ফেসবুকে প্রতিক্রিয়া জানালেন -ইনু
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ফেসবুকে প্রতিক্রিয়া জানালেন -ইনু
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন ।
তিনি নিজের ফেসবুক স্ট্যাটাস-এ লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাজনৈতিক কারণেই তিনি রাজনৈতিক কর্তব্য বিবেচনা করে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। ১২-১৪ মাস সময়েও দেশের জন্য অনেক কাজ করা সম্ভব বলে তিনি দাবি করেছেন।
ইনুর ফেসবুক স্ট্যাটাস
“২০০১ সাল থেকে আমাদের দল জাসদ ও আমার ধারাবাহিক রাজনৈতিক অবস্থান ও ভূমিকার কথা দেশবাসী জানেন, আপনারা জানেন। রাজনৈতিক নীতি ও আদর্শগত কারণেই আমাদের দল ১৪ দল ও মহাজোটে আছে। আমাদের দল মনে করে, যে রাজনৈতিক দায়িত্ব পালনের জন্য ১৪ দল ও মহাজোট গঠিত হয়েছিল সে দায়িত্ব পালন এখনো শেষ হয়নি। দেশ এখনো সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গিবাদী গোষ্ঠীর বিপদ থেকে মুক্ত হয়নি। তাই ১৪ দল ও মহাজোটের ঐতিহাসিক প্রয়োজনীয়তা এখনো বিদ্যমান আছে।
আমাদের দল জাসদ সেই নীতি-আদর্শগত অবস্থানের ধারাবাহিকতার অংশ হিসাবে দলের সিদ্ধান্তে মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাজনৈতিক কারণেই রাজনৈতিক কর্তব্য বিবেচনা করে আমি মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছি।
আমাদের দল জাসদের নীতি-আদর্শগত অবস্থান থেকেই সরকার পরিচালনায় নীতি-নির্ধারণে ভূমিকা রাখার চেষ্টা করবো। কোন দায়িত্ব দেয়া হবে সেটা বড় কথা না। যেই প্রশাসনিক দায়িত্বই মাননীয় প্রধানমন্ত্রী দিন না কেন, সেই প্রশাসনিক দায়িত্ব পালন করার চেষ্টা করবো। এটা আমার জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ। আমার দল জাসদ ও আমি কখনোই কোনো চ্যালেঞ্জ গ্রহণে পিছুপা ছিলাম না।
সময় কম-বেশি বড় কথা না। মাত্র ৯ মাসে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করা সম্ভব হলে, ১২-১৪ মাস সময়েও দেশের জন্য অনেক কাজ করা সম্ভব। আমি দেশবাসীর দোয়া কামনা করছি।”
উল্লেখ্য বৃহস্পতিবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ইনুসহ পাঁচ জন। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুই জন।
এদিন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া কথা থাকলেও তারা মন্ত্রিত্ব প্রত্যাখ্যান করেছেন।