বুধবার ● ২৭ জুলাই ২০১১
প্রথম পাতা » প্রধান সংবাদ » অফিস এক্সট্রাক্টস-এর বিশেষ অ্যাওয়ার্ড অর্জন
অফিস এক্সট্রাক্টস-এর বিশেষ অ্যাওয়ার্ড অর্জন
করপোরেট সেক্টরে ব্যাপক ব্যবসায় বৃদ্ধিতে ভূমিকা রাখার জন্য এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মধ্যে বাংলাদেশ এবং ভুটানে ক্যাসপারস্কি ল্যাবের একমাত্র পরিবেশক অফিস এক্সট্রাক্টসকে সম্প্রতি বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। গত ১৯-২২ জুলাই ম্যাকাওয়েতে অনুষ্ঠিত ক্যাসপারস্কি ল্যাব পার্টনার কনফারেন্সে যোগদানকারী অফিস এক্সট্র্যাক্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রবীর সরকার এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে সফটওয়্যার ব্যবসা ও বাজার উন্নয়নে শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠতা করতে সক্ষম হলো।
উল্লেখ্য, ক্যাসপারস্কি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার এবং গত এক বছরে করপোরেট সেক্টরেও এটি সবচেয়ে অধিক ব্যবহৃত সফটওয়্যার হিসেবে শীর্ষে অবস্থান করছে। ক্যাসপারস্কি ল্যাব বিশ্বের সবচেয়ে দ্রুত প্রসারমাণ একটি সিকিউরিটি সফটওয়্যার। বর্তমানে বিশ্বব্যাপী এই সফটওয়্যারের ৩০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। ক্যাস্পারস্কি ল্যাব ব্যক্তি, ছোট ও গৃহ-অফিস, প্রাতিষ্ঠানিক প্রভৃতি সব পর্যায়ে সিকিউরিটি সফটয়্যার সরবরাহের মাধ্যমে তাদের কম্পিউটার সিস্টেমের নিরাপত্তা বিধান করে থাকে।
অফিস এক্সট্রাক্টসের এই সম্মাননা প্রাপ্তির মধ্য দিয়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রসারতা এবং উন্নয়নের ধারা বেগবান হলো। গত বছরও মালয়েশিয়ার কোটাকিনাবালুতে অনুষ্ঠিত ক্যাসপারস্কি ল্যাব পার্টনার কনফারেন্সে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মধ্যে অফিস এক্সট্র্যাক্টসকে ২০১০ সালের মর্যাদাপূর্ণ পরিবেশকের সম্মাননায় ভূষিত করা হয়েছিল।