বুধবার ● ১২ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেসবুকে যোগ দিলেন শচীন টেন্ডুলকার
ফেসবুকে যোগ দিলেন শচীন টেন্ডুলকার
কিংবদন্তি ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার এত দিন সামাজিক যোগাযোগমাধ্যম সাইট টুইটারে সক্রিয় থাকলেও ফেসবুকে কোনো পেজ ছিল না তার। গত সোমবার ফেসবুকে যোগ দেন শচীন। যোগ দেয়ার ১ ঘণ্টার মধ্যেই পেজটি চার লাখের বেশি লাইক পায়। খবর ইকোনমিক টাইমসের।
টেন্ডুলকার তার ফেসবুক পেজে লেখেন, ‘আমার ফেসবুক পরিবারে সবাইকে স্বাগত জানাই। যখন আমি ছোট ছিলাম, আমার স্বপ্ন ছিল ভারতের হয়ে ক্রিকেট খেলা। আমি আমার স্বপ্ন ২২ বছর বয়সেই বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পূরণ করি। এ স্বপ্ন ভক্তদের সমর্থন ছাড়া সম্ভব হতো না।’
তিনি আরও বলেন, ‘আমি এ সুযোগে সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার শুভাকাঙ্ক্ষী। আমি ফেসবুকে যোগ দিয়ে তাদের আরও কাছে থাকতে চাই। এর মাধ্যমে আমরা পরস্পরের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা বিনিময়
করতে পারব।’
টেন্ডুলকারের অফিশিয়াল ফেসবুক পেজটি পরিচালনা করবে ভারতের প্রযুক্তিবিষয়ক সাইট সেভেন থ্রি রকার্স। তার ফেসবুকে যোগদানের বিষয়টি তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেন। এ ছাড়া টুইটারেও তিনি তার ফেসবুক অ্যাকাউন্টের কথা লিখেন। পেজটির ওয়েবলিংক https://www.facebook.com/ Sachintendulkar ।
গত মাসে বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন শীর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমটিতে পেজ চালু করেন। পেজ চালুর মাত্র ৩০ মিনিটের মধ্যেই আট লাখ লাইক পান এ তারকা। এ ছাড়া আমির খানেরও নিজ্বস্ব পেজ আছে সাইটটিতে। তিনি খুব একটা সক্রিয় না থাকলেও ৫০ লাখ ভক্তের লাইক রয়েছে পেজটিতে।
শচীন ২০১০ সাল থেকে টুইটারে সক্রিয়। মাইক্রো ব্লগিং সাইটটিতে তার অনুসারী সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার ৭৯১ জন।