সোমবার ● ১০ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি বিনোদন » টুইটার ছাড়ার হুমকি দিলেন অমিতাভ বচ্চন
টুইটার ছাড়ার হুমকি দিলেন অমিতাভ বচ্চন
টুইটার ও টাম্বলারে ভক্তদের সঙ্গে যোগাযোগে বিপত্তি হওয়ায় ভারতের শক্তিমান অভিনেতা অমিতাভ বচ্চন সামাজিক নেটওয়ার্ক সাইট টুইটার ও টাম্বলার ব্লগ সাইটটি ব্যবহার করা ছেড়ে দেবেন বলে হুমকি দেন। খবর টাইমসঅব ইন্ডিয়ার।সম্প্রতি জানা যায়, সামাজিক নেটওয়ার্ক সাইট টুইটার ও টাম্বলার ব্লগ সাইট প্রতিনিয়ত খুবই সমস্যা করছে। ব্লগে ঠিকমতো মন্তব্য পড়া যাচ্ছে না। অমিতাভের ব্লগে যারা মন্তব্য করছেন, তারাও সমস্যার সম্মুখীন হয়েছেন। অমিতাভ সিদ্ধান্ত নিয়েছেন, যদি সাইট দুটি দ্রুত সমস্যার সমাধান না করে, তবে তিনি এই সাইট ব্যবহার বন্ধকরে দেবেন।বলিউডের এ অভিজ্ঞ অভিনেতা টুইটারে মন্তব্য পড়ার পর খুবই অসন্তুষ্ট হন। তিনি টুইটারকে সতর্ক করে বলেন, টুইটারকে এ সমস্যা দ্রুত ঠিক করতে হবে। অন্যথায় তিনি এ সাইট ব্যবহার করা ছেড়ে দেবেন।বিগ বি টুইটারে জানান, সম্প্রতি টুইটার ও টাম্বলার ডট ব্লগ দুটি ঠিকঠাক কাজ করছে না। সাইট দুটিকে তাদের সমস্যা দূর করার জন্য সতর্ক হতে বলেন তিনি। টুইটারকে দ্রুত এ সমস্যার সমাধান করতে হবে।হিন্দি সিনেমা জগতের ‘রাগী যুবক’ এ ব্যাপারে টুইটারে দুঃখ প্রকাশ করে ভক্তদের বলেন, ‘আমার ব্লগ অদৃশ্য হয়ে আছে। আমি ব্যাপারটি মেনে নিতে পারছি না। আমার ব্লগে যারা মন্তব্য করে সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’তিনি আরও বলেন, ‘দ্রুত এ সমস্যার সমাধান করো। না হলে আমি অন্য কোনো সাইট ব্যবহার করা শুরু করব। এখন এ ধরনের সাইটের অভাব নেই।’