সোমবার ● ১০ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আসুসের এক্সটার্নাল ব্লু-রে রাইটার নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড
আসুসের এক্সটার্নাল ব্লু-রে রাইটার নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড
বিশ্বখ্যাত আসুস ব্র্যান্ডের এসবিডব্লিউ-০৬ডি২এক্স-ইউ মডেলের অত্যাধুনিক এক্সটার্নাল ব্লু-রে রাইটার বাংলাদেশে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড। আইএফ ডিজাইন পুরস্কারপ্রাপ্ত হালকা-পাতলা গড়ণের সুদৃশ্য এই ব্লু-রে রাইটারটি সহজে বহণযোগ্য এবং এটি ইউএসবি ২.০ ইন্টারফেসের, যা বিদ্যুৎ সাশ্রয়ী। এর মাধ্যমে ব্লু-রে ডিস্কে সর্বোচ্চ ১২৮ জিবি ডেটা সংরক্ষণ করা যায়। এটি ৬এক্স গতিতে ব্লু-রে ডিস্ক মিডিয়াতে ডেটা রীড ও রাইট করতে পারে এবং পাশাপাশি সিডি, ডিভিডি, ডাবল-লেয়ার ডিভিডি, ডিভিডি-র্যাম প্রভৃতি ডিস্ক মিডিয়াতে ডেটা রীড ও রাইট করতে পারে। এটি ডিভিডি মুভিকে এইচডি মুভিতে রূপান্তর করে এবং টু-ডি মুভিকে থ্রি-ডি ইফেক্টের মাধ্যমে বিনোদনে উন্নত নতুন মাত্রা যোগ করে। ডিস্কের ডেটা সুরক্ষায় এতে রয়েছে পাসওয়ার্ড দ্বারা নিয়ন্ত্রিত ডিস্ক এনক্রিপশন-২ ফিচার এবং হিডেন ফাইল ফাংশন। নতুন এই ব্লু-রে রাইটারটির মূল্য রাখা হয়েছে ১২,০০০/- টাকা।