রবিবার ● ৯ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ‘বিষণ্নতা’ দূর করবে চুম্বক থেরাপি!
‘বিষণ্নতা’ দূর করবে চুম্বক থেরাপি!
‘বিষণ্নতা’ সারাতে সম্প্রতি ভারতে শুরু হয়েছে চুম্বক থেরাপি চিকিত্সা। মাত্র তিন সপ্তাহের এ চিকিত্সায় বিষণ্নতার মতো মানসিক রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব বলে সংশ্লিষ্ট চিকিত্সকেরা দাবি করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।ভারতের মুম্বাই শহরের রমেশ জোশি পেশায় একজন নির্বাহী কর্মকর্তা। সবকিছু ঠিকঠাক ছিল তাঁর, কিন্তু মাস ছয়েক আগে রমেশের আচরণ পাল্টে যেতে শুরু করলে দুশ্চিন্তায় পড়েন রমেশের পরিবারের সদস্যরা। খেতে বসলে তাঁর খাওয়া শেষ করতে অনেক সময় লাগত। হাঁটতে গিয়ে হঠাত্ কোথাও দাঁড়িয়ে গেলে আর হাঁটতে চাইতেন না। কথা বলতে প্রায়ই খেই হারিয়ে ফেলতেন তিনি। চিকিত্সকেরা জানালেন, বিষণ্নতায় ভুগছেন রমেশ। বিষণ্নতা দূর করতে প্রতিদিন নয়টি করে ওষুধ খাওয়ার পরও তাঁর কোনো উন্নতি না হওয়ায় বিপাকে পড়ে যায় তাঁর পরিবার। তবে এ রোগটির চিকিত্সায় নতুন একটি পদ্ধতি বেশ কাজে এসেছে। পদ্ধতিটির নাম আরটিএমএস বা রেপিটেটিভ ট্রান্সক্রানিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন।বিষণ্নতার চিকিত্সায় আরটিএমএস পদ্ধতি রমেশের জন্য সুফল দিয়েছে। তিন সপ্তাহের থেরাপি নেওয়ার পর তিনি এখন সুস্থ।রমেশ জোশির চিকিত্সক সামশা সোনাওয়ালা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আরটিএমএস বিষয়ে পড়াশোনা করেছেন। তাঁর মতে, মানসিক রোগের চিকিত্সায় আরটিএমএস থেরাপি খুব কম সময়ে সুফল বয়ে আনতে পারে।সামশা আরও জানিয়েছেন, রমেশ সাত-আট বছর ধরে অল্পবিস্তর মানসিক সমস্যার মধ্য দিয়ে গেছেন। কিন্তু দীর্ঘ সময় ধরে চলা এ বিষণ্নতা পরবর্তী সময়ে তাঁর ‘সাইকোমোটর রিটারডেশন’ বা তাঁর কাজকর্ম ও কথাবার্তায় জড়তা তৈরি করেছে।তিনি এই চিকিত্সা পদ্ধতি প্রসঙ্গে জানিয়েছেন, আরটিএমএস মূলত ম্যাগনেটিক থেরাপি। এ পদ্ধতি প্রয়োগ করে ৬৫ জন রোগীর ক্ষেত্রেই সুফল পেয়েছেন তিনি। রোগীর ক্ষেত্রে এ পদ্ধতি প্রয়োগ করা হলে নির্দিষ্ট তরঙ্গভেদে তাঁরা সাড়া দিতে শুরু করেন। পদ্ধতিটি ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে অনুমতি পেয়েছে। এ পদ্ধতিতে নির্দিষ্ট চুম্বক স্তর ব্যবহার করে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করা হয়। মাথার ওপর একটি ইলেকট্রোম্যাগনেটিক কয়েল বসিয়ে আরটিএমএস যন্ত্রের সাহায্যে মস্তিষ্কে চুম্বক তরঙ্গ পাঠানো হয়। দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত প্রতিদিন এ থেরাপি প্রয়োগ করা হলে বিষণ্নতা রোগ সারানো সম্ভব হয়