রবিবার ● ৯ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » এএমডি ব্রান্ডের নতুন প্রসেসর ও গিগাবাইটের মাদারবোর্ড আনল স্মার্ট টেকনোলজিস
এএমডি ব্রান্ডের নতুন প্রসেসর ও গিগাবাইটের মাদারবোর্ড আনল স্মার্ট টেকনোলজিস
রাজধানীর একটি অভিজাত হোটেলে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. আয়োজিত জাঁকজমকপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বাজারে এএমডি ব্রান্ডের দ্রুতগতরি এপিইউ সিরিজের নতুন কয়েকটি মডেলের প্রসেসর এবং গিগাবাইট ব্রান্ডের কয়েকটি নতুন মাদারবোর্ড আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস এর মহাব্যবস্থাপক জাফর আহমেদ, এএমডি রিজিওনাল ম্যানেজার সুবীর মহাপাত্র, এএমডির বাংলাদেশে কর্মরত কর্মকর্তা ইরফানুল হক, স্মার্ট টেকনোলজিস এর গিগাবাইট পন্য ব্যবস্থাপক খাজা মো: আনাস খান এবং স্মার্ট টেকনোলজিস এর সহকারী মহাব্যবস্থাপক এসএম জাকিউর রহমান। অনুষ্ঠানে স্মার্ট মহাব্যবস্থাপক জাফর আহমেদ বলেন, একেবারে হোম ইউজার থেকে শুরু করে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং গেমারদের জন্য এএমডির বিভিন্ন মডেলের প্রসেসর আমরা বাজারে পরিবেশন করছি। এএমডি রিজিওনাল ম্যানেজার সুবীর মহাপাত্র বলেন, আজ আমরা যেসব প্রসেসর বাজারে ছেড়েছি সেগুলো সবগুলোই উইন্ডোজ ৮ সমর্থন করে এবং দামও ক্রেতাদের সাধ্যের মধ্যেই থাকবে। অনুষ্ঠানে উইন্ডোজ ৮ সমর্থনকারী গিগাবাইট ব্রান্ডের কয়েকটি মাদারবোর্ড উন্মুক্ত করা হয়। নতুন অবমুক্ত হওয়া প্রসেসরগুলোর মডেল হচ্ছে এপিইউ এ৬-৩৫০০, এপিইউ এ৪-৩৪০০, এপিইউ এ৪-৩৩০০। এই প্রসেসরগুলো সমর্থনকারী গিগাবাইটের মাদারবোর্ডগুলো হচ্ছে যথাক্রমে জিএ-এ৭৫এম-ইউডি২এইচ, জিএ-এ৫৫এম-এস২ভি এবং জিএ-এ৫৫এম-ডিএস২। এএমডি এপিইউ প্রসেসর এবং গিগাবাইটের মাদারবোর্ড সম্বলিত প্যাকেজগুলো বাজারে ১০,৫০০ টাকা শুরু করে থেকে ১৭,৫০০ টাকায় পাওয়া যাবে। প্রতিটি প্যাকেজের সাথেই থাকছে ১ গিগাবাইট গ্রাফিক্স কার্ড এবং ১টি পকেট ওয়ালেট ফ্রি।