শনিবার ● ৮ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফ্যান পেজ লাইকের নিরাপত্তা দিবে ফেসবুক
ফ্যান পেজ লাইকের নিরাপত্তা দিবে ফেসবুক
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক এখন থেকে ফেসবুক ফ্যান পেজ লাইকের নিরাপত্তা দেবার ঘোষণা দিয়েছে । ফেসবুক থেকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে , বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে হাজার হাজার লাইক সংগ্রহ করে থাকে এবং এটি সম্পূর্ণভাবে ফেসবুকের নীতিমালাবহির্ভূত । এই ধরনের কার্যক্রম ঠেকাতেই নতুন পদক্ষেপ নিতে ফেসবুক ইনকর্পোরেশন । এখন থেকে সকল লাইকের নিরাপত্তা দেবে ফেসবুক । পরবর্তীতে কেউ যদি ফেক লাইক দেয়ার চেষ্টা করে তবে সেই লাইক অটো কিকআউট করবে ফেসবুক । সেই সাথে বর্তমানে চালু থাকা যেসকল ফ্যান পেজে ফেক লাইক রয়েছে সেগুলো সরিয়ে নেয়া হবে ঘোষণা দেয়া হয়েছে ।অর্থের বিনিময়ে লাইক সংগ্রহ ঠেকাতে সবসময় ই তৎপর ছিল ফেসবুক ইনকর্পোরেশন । সেই সুত্রেই প্রায় তিন মাস আগে ফেসবুক লাইক ফিচার বন্ধ করে দেয়া হয়ে পৃথিবীর সর্ববৃহৎ সোশাল একচেঞ্জ সাইট YouLikeHits থেকে । বর্তমানে ওডেস্ক , ফ্রীল্যান্সার সহ আরো অনেক মার্কেটপ্লেসেই ফেসবুকে লাইকের কাজ করানো হয় । আর এইসব কাজের বেশিরভাগ ই করা হয় বট ব্যাবহার করে যা ফেসবুকের নিতীমালা অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ ।এর আগেও ফেক আইডি ঠেকাতে তৎপর হয়েছিল ফেসবুক । গত তিন আগস্ট , ফেসবুকে প্রায় আট কোটি তিরিশ লক্ষ ভুয়া ফেসবুক একাউন্ট আছে বলে ঘোষণা দেয় ফেসবুক । ফেসবুকের ভাষ্য অনুযায়ী ৯৫৫ মিলিয়ন ফেসবুক ব্যাবহারকারীদের মাঝে শতকরা ১ দশমিক ৫ ভাগ ই ফেসবুকের নীতিমালা ভঙ্গের সাথে জড়িত । ভবিষ্যতে যাতে এই মাত্র বাড়তে না পারে সেই উদ্দেশেও ব্যাবস্থা নিতে যাচ্ছে ফেসবুক ।