শনিবার ● ৮ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট চালু হচ্ছে
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট চালু হচ্ছে
প্রতিষ্ঠার ছয় বছর পর ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গত বৃহস্পতিবার থেকে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদ তাঁর কার্যালয়ে বসে ইন্টারনেট সংযোগের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আবুল বাসার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, প্রভোস্ট, রেজিস্ট্রারসহ অনেকে উপস্থিত ছিলেন। বিটিসিএলের ফাইবার অপটিক কেব্ল এবং ওয়াই-ফাইয়ের মাধ্যমে পুরো প্রাঙ্গণ নেটওয়ার্কিংয়ের আওতায় আনা হয়েছে।
হায়ার এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্ট প্রজেক্টের (এইচইকিউইপি) অর্থায়নে, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. হাফিজুর রহমানের ব্যবস্থাপনায় এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের (সিএসই) তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান এ এইচ এম কামাল জানান, বিশ্ববিদ্যালয়ে মোট ২৬১টি সংযোগ দেওয়া হয়েছে।
বিটিসিএলের কাছ থেকে বর্তমানে ২ মেগাবাইট ব্যান্ডউইডথ নেওয়া হয়েছে। তবে ইন্টারনেটের গতি আরও বাড়াতে ১০ মেগাবাইট ব্যান্ডউইডথ নেওয়ার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য যে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এত দিন ইন্টারনেটের সংযোগ ছিল না।
-ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি