শনিবার ● ৮ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » উইন্ডোজ ৮ সুবিধাসহ নোকিয়া স্মার্টফোন
উইন্ডোজ ৮ সুবিধাসহ নোকিয়া স্মার্টফোন
নোকিয়া বাজারে আনলো উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম ও তারহীনভাবে ব্যাটারি চার্জ সুবিধাযুক্ত দু’টি স্মার্টফোন। খবর গার্ডিয়ান-এর।আইফোন ৫ বাজারে আসার ঠিক তার এক সপ্তাহ আগেই মিডিয়া এবং ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য ক্যালিফোর্নিয়ায় একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দু’টি স্মার্টফোন উদ্বোধন করলো নোকিয়া ও মাইক্রোসফট। এ দু’টি ফোনই উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে চলবে।নোকিয়ার চিফ স্টিফেন ইলোপ ওই অনুষ্ঠানে তাদের নতুন স্মার্টফোন কবে নাগাদ বাজারে আসবে এবং কি পরিমাণ মূল্য নির্ধারণ করা হয়েছে, এ সম্পর্কে মিডিয়াকে জানান। এছাড়াও লুমিয়া ৯২০ নামে স্মার্টফোনটির ইন্টারনেট ইউরোপিয়ান ফোরজি নেটওয়ার্কে কাজ করতে পারবে। তাছাড়া এতে থাকছে তারহীন ব্যাটারি চার্জের সুবিধা।ইলোপ বলেন, ‘আমরা চাই, ভোক্তারা লুমিয়াকে ভিন্ন মাত্রায় উপভোগ করুন।’‘ভোক্তাদের নিত্যনতুন পণ্য উপহার দেবার যোগ্যতা আমাদের আছে।’ ইলোপ বলেন।টেলিকম এক্সপার্ট আর্নেস্ট ডুকো বলেন, ‘এটি বিশ্বাস করা কঠিন যে, নোকিয়া এবং মাইক্রোসফটের মতো দু’টি জায়ান্টকে স্মার্টফোন বাজার দখল করতে এতোটা কষ্ট করতে হচ্ছে। তবে এটা সত্যি যে, লুমিয়ার শেষ ফোনগুলো বাজারে যথেষ্ট সাড়া জাগাতে সক্ষম হয়েছিলো।