বৃহস্পতিবার ● ৩০ আগস্ট ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » আসুসের নতুন ল্যাপটপ
আসুসের নতুন ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুসের এ৫৩ই মডেলের নতুন ল্যাপটপ। ল্যাপটপটিতে রয়েছে আইএফ এওয়ার্ড প্রাপ্ত আর্গনমিক কীবোর্ড এবং আইসকুল প্রযুক্তি, তাই দীর্ঘক্ষণ টাইপ করলেও হাতে ঠান্ডা অনুভূত হবে এবং হাত ব্যথা হবে না। ২.৩ গিগাহার্জ গতির ইন্টেল কোরআই-থ্রি প্রসেসরের এই ল্যাপটপটির বহিরাবরণ এ্যালুমিনিয়াম তন্তুর খোলস দ্বারা আবৃত, তাই প্রতিদিনের চলাফেরায় ও ব্যবহারে ল্যাপটপটির জৌলুস নষ্ট হয় না। এছাড়া ইন্টেল এইচএম৬৫ চিপসেটের এই ল্যাপটপটিতে আরো রয়েছে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে, ২ জিবি ডিডিআর-থ্রি র্যাম, ৫০০ জিবি হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান (৮০২.১১বি/জি/এন), গিগাবিট ল্যান, ব্লুটুথ, বিল্ট-ইন অডিও, বিল্ট-ইন স্পিকার, মেমোরী কার্ড রিডার, ১টি এইচডিএমআই পোর্ট, ইউএসবি ৩.০ এবং ইউএসবি ২.০ পোর্ট প্রভৃতি। মূল্য রাখা হয়েছে ৪৪,০০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৪২, ৮১২৩২৮১।