সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ২৩, ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩১
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১২
প্রথম পাতা » প্রধান সংবাদ » গুগল ও অ্যাপলের সিইও আলোচনায় বসতে যাচ্ছেন
প্রথম পাতা » প্রধান সংবাদ » গুগল ও অ্যাপলের সিইও আলোচনায় বসতে যাচ্ছেন
৬৬৫ বার পঠিত
শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুগল ও অ্যাপলের সিইও আলোচনায় বসতে যাচ্ছেন

স্যামসাংকে পরাজিত করার পর অনেক বিশ্লেষকই ধারণা করছেন অ্যাপলের পরবর্তী প্রতিদ্বন্দ্বী গুগল। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের বিরুদ্ধে অনেক আগে থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছে অ্যাপল। এসব বিষয়ে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ল্যারি পেজ ও অ্যাপলের সিইও টিম কুক আলোচনায় বসতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। খবর রয়টার্সের।
সূত্রটি জানিয়েছে, গত সপ্তাহে টেলিফোনে আলোচনা করেছেন সিইও যুগল। শীর্ষ পর্যায় ছাড়াও প্রতিষ্ঠান দুটির মধ্যম পর্যায়ের নির্বাহীদের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। আশা করা হচ্ছে, ল্যারি পেজ ও টিম কুক আগামী সপ্তাহে আলোচনায় বসবেন। এ জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঠিক হয়নি। অন্য একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গতকালই তাদের আলোচনায় বসার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে সময় পেছানো হয়। প্রতিষ্ঠান দুটির মুখপাত্রের সঙ্গে আলোচনার ব্যাপারে জানতে চাওয়া হলে মন্তব্য করতে অস্বীকার করেন তারা।
কুক এক বছর আগে অ্যাপলের সিইও হিসেবে দায়িত্ব নেন। এর ঠিক কয়েক মাস আগে গুগলের দায়িত্ব নেন ল্যারি পেজ। বিশ্লেষকরা জানিয়েছেন, স্যামসাংয়ের বিরুদ্ধে মামলায় অ্যাপলের জয়ের পর স্বাভাবিকভাবেই স্মার্টফোনটিতে ব্যবহূত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে প্রশ্ন উঠছে। আর অ্যান্ড্রয়েডের উন্নয়নকারী প্রতিষ্ঠান গুগল। এ অবস্থায় প্রতিষ্ঠান দুটি একে অপরের সঙ্গে আলোচনায় বসার পথ খোলা রাখতে চাইছে বলে মনে
করেন বিশ্লেষকরা।
সপ্তাহ খানেক আগে অ্যাপলের করা ওই মামলায় স্যামসাংকে ১০৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ দেন আদালত। এরপর স্যামসাংয়ের নির্দিষ্ট মডেলের আটটি স্মার্টফোন বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করতে আদালতকে অনুরোধ করে অ্যাপল। অনেক বিশ্লেষকের মতে, গুগলের অপারেটিং সিস্টেম ব্যবহার করায় একদিক থেকে তাদের প্রতিনিধিত্ব করে স্যামসাং।
সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, সিইও যুগলের আলোচনার মূল বিষয় হতে পারে অ্যান্ড্রয়েডের মৌলিক ফিচারগুলো নিয়ে সমঝোতা।
বিশ্লেষকরা জানিয়েছেন, কম্পিউটিং শিল্পে প্রচলিত পিসির জায়গায় ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোনের বাজার প্রসারের ফলে অ্যাপল ও গুগলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে আসছে। অ্যাপলের প্রয়াত সিইও স্টিভ জবস অ্যান্ড্রয়েডের বিরুদ্ধে খোলাখুলিভাবে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তার মতে, অ্যান্ড্রয়েড হচ্ছে অ্যাপলের কাছ থেকে চুরি করা পণ্য। বর্তমানে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হিসেবে একচেটিয়া বাজার দখল করেছে অ্যান্ড্রয়েড। স্যামসাংসহ শীর্ষস্থানীয় বেশির ভাগ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের ডিভাইসে অ্যান্ড্রয়েড ব্যবহার করে। নিজেদের উদ্ভাবন চুরি হয়ে যাওয়ায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হার্ডওয়্যার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা চালিয়ে আসছে অ্যাপল।
প্রতিদ্বন্দ্বী হলেও গুগলের কিছু সেবা ব্যবহার করত অ্যাপল। সাম্প্রতিক সময়ে সে জায়গা থেকে সরে আসছে অ্যাপল। আইফোন ও আইপ্যাডে গুগলের মানচিত্রসেবা বাদ দিয়ে নিজেদের মানচিত্রসেবা সরবরাহ করা শুরু করছে তারা। নতুন আইফোনে প্রিলোডেড অ্যাপ হিসেবে গুগলের ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব সরবরাহ করবে না বলেও জানিয়েছে প্রযুক্তি খাতের সেরা প্রতিষ্ঠানটি।



প্রধান সংবাদ এর আরও খবর

২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি ২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’ নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০ টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড় ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ

আর্কাইভ

২০৩০ সাল নাগাদ ৫ হাজার সেমিকন্ডাক্টর প্রকৌশলীর কর্মসংস্থান করবে উল্কাসেমি
দেশের বাজারে লেক্সারের জেন৫ এসএসডি
বাজারে এলো স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটের রিয়েলমি জিটি ৭ প্রো স্মার্টফোন
সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোনের তালিকায় শাওমি রেডমি ১৩সি
নাসার গ্লোবাল ফাইনালিস্টের তালিকায় বাংলাদেশের ‘টিম ইকোরেঞ্জার্স’
দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের স্মার্ট ডিসপ্লে যুক্ত পাওয়ার ব্যাংক ও ইয়ার বাডস
টিকটক অ্যাওয়ার্ডস ২০২৪ এর ভোটিং শুরু
টেক্সটেক আন্তর্জাতিক এক্সপো ২০২৪ এ ট্যালি প্রাইম ৫.০
ভিসাকার্ড পেমেন্টে ফুডপ্যান্ডায় ছাড়
বাংলালিংকের মাইবিএল অ্যাপে রয়্যাল এনফিল্ড বাইক জেতার সুযোগ