মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » ভারতের প্রযুক্তি প্রতিমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট আবার চালু
ভারতের প্রযুক্তি প্রতিমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট আবার চালু
প্রায় ১২ ঘণ্টা স্থগিত থাকার পর ভারতের প্রযুক্তি প্রতিমন্ত্রী মিলিন্দ দেওরার টুইটার অ্যাকাউন্ট আবার চালু করা হয়েছে। টুইটারের পক্ষ থেকে বলা হয়, এটি ছিল অপ্রত্যাশিত একটি ভুল এবং এ জন্য তারা ক্ষমাপ্রার্থী। খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।
দেওরার কার্যালয়ে কর্মরত এক জ্যেষ্ঠ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানান, দেওরার অ্যাকাউন্ট চালুর পর টুইটার থেকে তাকে একটি বার্তা পাঠানো হয়েছে। বার্তায় অনিচ্ছাকৃত ভুলের জন্য সামাজিক ওয়েবসাইটটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছে টুইটার।
প্রতিমন্ত্রীর ওই কর্মকর্তা জানান, অ্যাকাউন্ট যাচাই করার সময় টুইটার ভুলবশত দেওরার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে ফেলা হয়। টুইটারের পাঠানো মেইলে আরও বলা হয়, শিগগিরই দেওরার অ্যাকাউন্টটি যাচাই
করা হবে।
গত শুক্রবার দুপুর ১২টায় দেওয়ার অ্যাকাউন্ট টুইটার বন্ধ করে দেয়। এমন সময় এটি ঘটল, যখন টুইটার ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়বিষয়ক নকল অ্যাকাউন্ট এবং উসকানিমূলক বক্তব্য নিয়ে বিপাকে রয়েছে। গত জুনে প্রধানমন্ত্রীর কার্যালয় টুইটারকে ভারতের প্রধানমন্ত্রীর নামে চালু করা নকল অ্যাকাউন্টগুলো মুছে ফেলার জন্য টুইটারকে অনুরোধ জানায়। কিন্তু সেসময় টুইটার এতে সাড়া দেয়নি। পরবর্তীতে গণমাধ্যমে এ নিয়ে ব্যাপক হইচই হয় এবং বিষয়টি সবার নজরে আসার পর টুইটার নকল অ্যাকাউন্টগুলো অপসারণ করে। গত শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অ্যাকাউন্টগুলো মুছে ফেলার খবর জানানো হয়। ভারতে টুইটারের কোনো অফিস নেই।
সম্প্রতি ভারত সরকার টুইটারকে কিছু অ্যাকাউন্ট বন্ধের জন্যও অনুরোধ জানায়। অ্যাকাউন্টগুলোর তালিকা প্রকাশ না করলেও সরকার জানায়, ভারতের আসামে সংঘটিত দাঙ্গা যাতে ছড়িয়ে না পড়ে এ জন্য অনুরোধ করা হয়েছে। টুইটার এ বিষয়ে এখনো ব্যবস্থা না নিলেও ভারত নিজস্ব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে ওইসব অ্যাকাউন্ট বন্ধ করে রেখেছে।
টুইটারে ২১ হাজারের বেশি ব্যক্তি দেওরার অনুসারী। গত বৃহস্পতিবার তিনি সর্বশেষ টুইট করেছিলেন। সরকার কেন কিছু ওয়েবসাইট বন্ধ করতে চাইছে, সে বিষয়ে তিনি টুইট করেন।