মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » এলো হাইটেক টি-শার্ট
এলো হাইটেক টি-শার্ট
মেডিকেল চেকআপের জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া অতীতকাল থেকে চলে আসছে। স্পেনের চিকিত্সকদের বিশ্বাস, তারা এমন এক ধরনের ‘বুদ্ধিমান টি-শার্ট’ উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন, যা ভাইটাল সাইন, যেমন-হার্ট রেট এবং শরীরের তাপমাত্রা মাপতে পারে। সম্প্রতি উদ্ভাবিত এই টি-শার্ট এ বছরই জনসাধারণের জন্য বাজারে ছাড়া হবে। কনডাকটিভ ই-টেক্সটাইলস দ্বারা নির্মিত এই টি-শার্টের আঁশে ইলেকট্রোড বসানো রয়েছে। এটা হার্ট রেট নির্ণয়, এমনকি ইসিজিও করতে সক্ষম। টি-শার্টে সংগৃহীত অগোছালো ডাটা ‘অ্যাকুইজিশন ডিভাইস’-এ সংগৃহীত হবে।
এই ডিভাইস টি-শার্টের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, যা ঘাড়ের কাছাকাছি থাকবে। ডিভাইসে সংগৃহীত ডাটা তারের সংযোগ ছাড়াই কম্পিউটারাইজড ম্যানেজমেন্ট সিস্টেমে পৌঁছে যাবে এবং তাত্ক্ষণিকভাবে ইন্টারপ্রিট করা যাবে। অর্থাত্ এই টি-শার্ট এটুকুই করবে না, বরং অ্যাকুইজিশন ডিভাইসে থাকা থার্মোমিটার তাপমাত্রাও রেকর্ড করবে। ডিভাইসে আরও এক ধরনের বিশেষ যন্ত্র অ্যাকসিলারোমিটার যুক্ত করা হয়েছে, যা এই শার্ট পরিহিত ব্যক্তির শারীরিক অবস্থা জানাতে সক্ষম হবে। যদি কোনো গুরুত্বপূর্ণ নির্দেশক বিপজ্জনক অবস্থায় পৌঁছে বা শারীরিক অবস্থার অবনতি ঘটে, তাহলে অ্যালার্ম বেজে উঠবে যার ফলে রোগীর সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট চিকিত্সক তাত্ক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন, প্রয়োজনে অ্যাম্বুলেন্স পাঠিয়ে সহায়তা করতে পারবেন।
- ডা. শিব্বির আহমেদ
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
মোরেলগঞ্জ, বাগেরহাট