বৃহস্পতিবার ● ৯ আগস্ট ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » যাত্রাবাড়ী এক্সচেঞ্জের আড়াই হাজার ফোন সাময়িক বন্ধ হচ্ছে
যাত্রাবাড়ী এক্সচেঞ্জের আড়াই হাজার ফোন সাময়িক বন্ধ হচ্ছে
সায়েদাবাদ-যাত্রাবাড়ী এক্সচেঞ্জের প্রায় আড়াই হাজার টেলিফোনের সংযোগ কাল ১০ আগস্ট থেকে কিছুদিন বন্ধ থাকবে। কারিগরি কাজের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাংলাদেশ টেলি-কমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) জানিয়েছে।
গতকাল বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রাবাড়ীতে নির্মাণাধীন মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের কাছে ভূগর্ভস্থ কেব্ল স্থানান্তরের কারণে এসব ফোনের সংযোগ বন্ধ করতে হচ্ছে।
সায়েদাবাদ, যাত্রাবাড়ী, দক্ষিণ যাত্রাবাড়ী, উত্তর যাত্রাবাড়ী, জনপথ মোড়, মানিকনগর, ধলপুর, আর কে মিশন রোড, গোলাপবাগ ও সংশ্লিষ্ট এলাকার প্রায় আড়াই হাজার টেলিফোন সংযোগ কিছুদিন বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে কবে নাগাদ সংযোগ আবার চালু করা হবে, তা জানানো হয়নি। তবে বিটিসিএলের ভূগর্ভস্থ কেব্ল, ম্যানহোল ডাক্ট লাইন ইত্যাদি স্থানান্তর শেষে সংযোগ পর্যায়ক্রমে চালু করার কথা বলা হয়েছে।