সোমবার ● ৬ আগস্ট ২০১২
প্রথম পাতা » আইসিটি আপডেট » বিআইজেএফ নির্বাচনে ভোটের জটিল হিসাব নিকাশ (ভিডিও)
বিআইজেএফ নির্বাচনে ভোটের জটিল হিসাব নিকাশ (ভিডিও)
বিআইজেএফ নির্বাচন এর সময় গণনা শুরু হয়ে গেছে । প্রার্থীরা এখন ভোটের জটিল হিসাব নিকাশ কষতে ব্যস্ত। প্যানেল ছাড়া নির্বাচন হওয়াতে প্রার্থীদের ভোট প্রাপ্তির হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে।
এছাড়া এফএমজি (ফাঁকা মাঠে গোল) তরিক রহমানের বিখ্যাত সূত্রে যারা ইতিমধ্যে অঘোষিত নির্বাচিত হয়েছেন তারা সবাই চুপচাপ। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হলে হয়তো ভোট প্রাপ্তির হিসাবটা ভিন্ন হতো ।
অনেকের ধারনা প্যানেল না থাকাতে ভোটাররা এবার ব্যক্তি পছন্দে ভোট প্রদান করবেন। ভিন্ন মতও পোষণ করেন কেউ কেউ । তাদের ধারনা অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতেই ভোট দিবেন তারা।
৪ আগস্ট প্রার্থী পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়। নির্বাচন কমিশন নির্বাচন আচরনবিধি স্লাইডে প্রদর্শন করে প্রার্থীদের অবগত করেন। পরে প্রার্থীরা তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা দেন । সব প্রার্থীদের নির্বাচনী ইস্তেহার প্রায় একই তবে তারা বিভিন্ন ভাবে উপস্থাপন করেন।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইত্তেফাকের আইসিটি ইনচার্জ মোজাহিদুল ইসলাম ঢেউ ও কালের কণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুহম্মদ খান। সাধারণ সম্পাদক পদে বাংলানিউজ২৪ ডট কমের আইসিটি সম্পাদক সাব্বিন হাসান, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার আরাফাত সিদ্দিক সোহাগ এবং দৈনিক ডেসটিনির সিনিয়র সহ-সম্পাদক ওয়াশিকুর রহমান শাহীন ।
ঢাকার সোনারগাঁও রোডে অবস্থিত বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে । ঐ দিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোস্তফা জব্বারের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করবেন প্রথম আলো’র উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন এবং বাংলাদেশ সরকারের আইসিটি পরামর্শক মুনির হাসান।
নির্বাচনে অংশ নেয়ার কারণ এবং নির্বাচিনী প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা আইসিটি নিউজকে একটি ভিডিও সাক্ষাৎকার দেন। (ভিডিও দেখুন )
সভাপতি পদপ্রার্থী ইত্তেফাকের আইসিটি ইনচার্জ মোজাহিদুল ইসলাম ঢেউ ও কালের কণ্ঠের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুহম্মদ খান বলেন-
সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাংলানিউজ২৪ ডট কমের আইসিটি সম্পাদক সাব্বিন হাসান, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার আরাফাত সিদ্দিক সোহাগ এবং দৈনিক ডেসটিনির সিনিয়র সহ-সম্পাদক ওয়াশিকুর রহমান শাহীন বলেন-