সোমবার ● ৬ আগস্ট ২০১২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফেসবুক টাইমলাইন বাধ্যতামূলক হচ্ছে
ফেসবুক টাইমলাইন বাধ্যতামূলক হচ্ছে
বিশ্বের সর্ববৃহৎ সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে গত বছর চালু করা হয় টাইমলাইন নামের ফিচার। অনেকেই এটি পছন্দ না করলেও সবাই একবার হলেও এটি ব্যবহার করেছেন। চলতি সপ্তাহের বুধবার থেকে এ ফিচারটি বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছে ফেসবুক। খবর টেকটুর।
টাইমলাইনের মাধ্যমে ব্যবহারকারীরা ফেসবুকে যোগ দেয়ার সময় থেকে পরবর্তী সব কার্যকলাপ সময়ের ধারাবাহিকতায় দেখতে পান। ছবি, ভিডিও, স্টারিন, পোস্ট সব কিছুই ধারাবাহিক তারিখসহ দেখার সুযোগ রয়েছে এখানে। যেন শুরু থেকে শেষ পর্যন্ত একটি গল্প।
সব ব্যবহারকারী অবশ্য টাইমলাইনকে মেনে নিতে পারছে না। ব্যবহারে কিছুটা জটিলতা তো রয়েছেই সেই সঙ্গে পুরাতন জিনিস দেখার ইচ্ছা নেই অনেকেরই। দ্য টেলিগ্রাফ একজন ব্যবহারকারীর বক্তব্য জানিয়ে, ‘আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, টাইমলাইন ব্যবহার খুবই বিরক্তিকর।’
ফেসবুক সম্পর্কে এরই মধ্যে আরেকটি খবর প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে, ফেসবুকে মোট ব্যবহারকারীর ৮ কোটি ৩০ লাখ ৯০ হাজার ভুয়া অ্যাকাউন্ট রয়েছে। ফেসবুক এসব ভুয়া অ্যাকাউন্টগুলোকে তিনটি শ্রেণীতে ভাগ করেছে।