
বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে নতুন স্মার্টফোন অপো রেনো১৩ ৫জি
বাজারে নতুন স্মার্টফোন অপো রেনো১৩ ৫জি
অপো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন ‘অপো রেনো১৩ ৫জি’। ওয়াটার প্রুফ এই মোবাইলে রয়েছে আইপি৬৯ রেটিং; আন্ডারওয়াটার ফটোগ্রাফি সক্ষমতা- যাতে পানির নিচেও স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা সম্ভব। ‘অপো রেনো১৩ ৫জি’ দেবে কোনো প্রোটেক্টিভ কেস এর সহায়তা ছাড়াই মুগ্ধকর ছবি ও ভিডিও ধারণ করার সুযোগ।
অপোর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘এআই লাইভ ফটো’ ফিচার শাটার ট্যাপ করার কিছু সময় আগেও এবং পরেও ছবি ক্যামেরাবন্দি করতে সক্ষম, যা কি না ছবিগুলোকে অকেবারেই প্রাণবন্ত ও জীবন্ত শর্ট ক্লিপস তৈরি করে। এতে রয়েছে এআই-পাওয়ারড এডিটিং টুলস। যাতে ছবির অপ্রয়োজনীয় বিষয়গুলো সহজেই মুছে ফেলা যায়, আর এ জন্য রয়েছে এআই ইরেজার ২.০; এছাড়া ছবিতে সূর্যের আলো কিংবা পানির যেকোনো অযাচিত আবহ বা ইফেক্ট সহজেই এআই রিফ্লেকশন রিমুভার দিয়ে মুছে ফেলা সম্ভব; ছবি আরো স্পষ্ট করা যাবে এআই আনব্লার টুলস ব্যবহার করে এবং ছবির ডিটেইল নিশ্চিত করবে এআই ক্লিয়ারিটি এনহেন্সার।
৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে সমৃদ্ধ ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ১২ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট রমের ফোনটিতে ৫৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সাদা ও নীল রঙে বাজারে আসা ফোনটির দাম নির্ধারন করা হয়েছে ৬৯,৯৯০ টাকা।